নাঈম তালুকদার:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে আমাদের বাঙালীদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল
অর্জনের পিছনে ছিলো বহু বাঙালীর প্রান বিসর্জন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালাম, রফিক,জাব্বার, বরকত সহ আরো অনেকে। আজ বাংলায় কথা বলি,বাংলা লেখি,বাংলায় গান গাই। কিন্তু আমরা হয়তো ভুলেই গেছি আমাদের বীরদের কথা,যারা তাদের জীবনের বিনিময়ে বাংলা কে
আমাদের মায়ের ভাষা হিসেবে কথা বলার সুযোগ করে দিয়ে গেছেন। তাই আজ তাদের স্মরণে আমাদের প্রার্থনা করা উচিৎ। তাই আজ এই বিশেষ দিনে আমার জন্মমাটি তথা দেশ বিদেশের সুনামগঞ্জের সর্বস্তরের সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন।
শুভেচ্ছান্তে -:
মুজিবুর রহমান তোতা :
প্রতিষ্টাতা সভাপতি: মানব কল্যাণ এসোসিয়েশন
বার্সেলোনা স্পেন।