বিনোদন ডেস্ক::
১ মে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ৩০তম জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনকেই বেছে নিলেন বিরাট-ঘরনী নতুন কর্মযজ্ঞের জন্য। অসহায় পশুদের দেখাশোনা করার জন্য একটি সংস্থা খুলেছেন তিনি।
এনডিটিভি সূত্রে খবর, নিজের জন্মদিনকে বিশেষ করে তুলতে এক নতুন কর্মসম্পাদনের ঘোষণা দিলেন বিরাট-পত্নী। তিনি জানিয়েছেন মুম্বাই শহর থেকে একটু দূরে অসহায় পশুদের যত্ন সহকারে দেখভাল করার জন্য একটি সংস্থা খুলছেন । নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে আনুশকা লিখেছেন, “আমরা সত্যিই সৌভাগ্যবান। আমরা মানুষ হয়ে জন্মেছি। আমরা কথা বলতে পারি, আমাদের কিছু মৌলিক অধিকার আছে। আমাদের পরিবার রয়েছে। আমরা নিজেদের খেয়াল রাখতে পারি।কাছের মানুষেরা আমাদের ভালোবাসে। এবার পশুদের কথা ভাবুন….’’ এই বিশেষ কাজটি শুরু করার জন্য নিজের ৩০তম জন্মদিনকেই বেছে নিয়েছেন তিনি। তার কথায়, “এটা আমার বহুদিনের স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল।”