স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে আঞ্জুমানে তালীমুল কোরআন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শান্তিগঞ্জের আক্রম আলী দাখিল মাদ্রাসার হলরুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আঞ্জুমানে তালীমুল কোরআন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা রমজান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমানে তালীমুল কোরআন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাখাইতি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়বুর রহমান বানীপুরী, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলাানা রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আঞ্জুমানে তালীমুল কোরআনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, মাওলানা এনামুল হক, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আব্দুল খাইয়ুম, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক হাফিজ আব্দুর রশীদ সহ প্রমুখ।
আলোচনার পরবর্তীতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন কিরাত প্রশিক্ষণ কোর্সে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।