স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা সবশেষ জয় পায় প্রায় তিনমাস আগে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টাইগারদের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর ক্রিকেট থেকে বেশ কিছুদিন নির্বাসনে থাকা জিম্বাবুয়ের অবস্থান ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেকটাই এগিয়ে। র্যাংকিংয়ের ৭ নম্বরে অবস্থান তাদের।
স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একাদশ কেমন হবে সেটা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে কৌতুহল রয়েছে। তামিম ইকবাল না থাকায় এ ম্যাচে ইনিংস শুরু করতে পারেন সৌম্য সরকার ও লিটন দাস। ওয়ানডাউনে দেখা যেতে পারে হার্ডহিটার সাব্বিরকে।
জয়ের দেখা পেতে আজ টাইগার একাদশে ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আসতে পারে বেশকিছু রদবদল। চার নম্বরে খেলতে পারেন অধিনায়ক সাকিব। পাঁচে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে। এরপরে নামবেন মাহমুদউল্লাহ।
সাতে নেমে ফিনিশিংয়ের দায়িত্ব পেতে পারেন সাইফউদ্দিন। আটে তাকে সহায়তা করবেন নবাগত আফিফ। একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আক্রমন শানাবেন আফিফ।
পেস আক্রমনের নেতৃত্বে থাকছেন কাটার মাস্টার মুস্তাফিজ। তাকে সমর্থন দেবেন আরেক নবাগত মিশু। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে নোয়াখালীর এই পেসারের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিঃ), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং ইয়াসির আরাফাত মিশু।