স্পোর্টস ডেস্কঃ
আগেই জাতীয় দলে স্থানহারিয়েছেন। এবার খোয়ালেন সম্মানটাও। অমিত সম্ভাবনার এক ক্রিকেটার থেকে এখন অপরাধীর খাতায় নাম লেখাতে চলেছেন উমর আকমল। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটা প্রমাণিত হলে সবধরনের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হতে পারেন তিনি।
গেল মঙ্গলবার আকমলের বিরুদ্ধে বোর্ডের দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ এনেছে পিসিবি। ইতিমধ্যে এ নিয়ে তার কাছে নোটিশ পাঠিয়েছে তারা। এর জবাব দেয়ার জন্য তাকে ১৪ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাক বোর্ড। আনীত অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারেন উমর। এর আগে গেল ফেব্রুয়ারিতে তাকেসবধরনের ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। ফলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছে, এবার ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের জন্য আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে।
তথ্যসূত্র: ক্রিকবাজ।