স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদ বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে যদি ক্রিকেট আবার শুরু না হয় তাহলে পাকিস্তান-বাংলাদেশসহ অনেক দেশ আর্থিক সমস্যায় পড়ে যাবে।
পাকিস্তানের ডন নিউজ টিভিকে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেন, আইসিসি এবং সব ক্রিকেট বোর্ড টিভির স্বত্ব বিক্রি করে যে অর্থ পায় তা দিয়ে চলে। আগামী কয়েক মাস যদি কোনো খেলা না হয় তাহলে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানসহ বিভিন্ন দেশ আর্থিকভাবে বড় ধরনের সমস্যায় পড়ে যাবে।
পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২৩৬ উইকেট শিকার করা আকিব আরও বলেন, আমি আশা করি যথাসময়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। কারণ বিশ্বকাপের ওপর নির্ভর করছে অনেক দেশের ভাগ্য। কোনো কারণে বিশ্বকাপ পিছিয়ে গেলে অনেক বোর্ড আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়বে।
এক প্রশ্নের জবাবে আকিব বলেন, যারা ম্যাচ ফিক্সিং করে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। এমনটি করলে ভবিষ্যতে আর কেউ ফিক্সিং করার সাহস পাবে না।
করোনাভাইরাসের এই সময়ে গৃহবন্দি থাকা ক্রিকেটারদের অনলাইনের মাধ্যমে ফিটনেস প্রশিক্ষণ দেয়ার আহ্বান জানিয়ে আকিব জাভেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এই সময়ে অনলাইনের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার বিভিন্ন পরামর্শ দেয়া যেতে পারে।
৪৭ বছর বয়সী সাবেক এ তারকা পেসার আরও বলেন, তরুণ ক্রিকেটারদের প্রাথমিক দক্ষতা বাড়ানোর জন্য কোচদের পরিকল্পনা করা উচিত। এখন যে সব অনুশীলন ঘরে বসে করা যায় সেগুলো করার জন্য ক্রিকেটারদের পরামর্শ দেয়া যেতে পারে।