রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

আকাশে মেঘ দেখলেই কৃষকের যত ভয়!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৯৬ বার

ছায়াদ হোসেন সবুজ:: দক্ষিণ সুনামগঞ্জে সবেমাত্র শুরু হয়েছে সোনালী ফসলের হাতছানি। ক্ষেত জুড়ে সোনালী ধানের শীষ দেখে স্বপ্নে বিভোর প্রতিটি কৃষক পরিবার। সোনার ফসল ঘরে তুলার জন্য ব্যাকুল প্রতিটি কৃষক পরিবার। উপজেলার প্রতিটি হাওরে এখন বিভিন্ন জাতের পাঁকা-আধাপাকা সোনালী ধান। কিন্তু মৌসুমের শুরুতেই লাগাতার ভাবে শুরু হয়েছে ঝড় শীলাবৃষ্টি। হাওরে এবার ধানের বাম্পার ফলন হলেও প্রকৃতির বিরূপ প্রভাবে কৃষকরা মাঠের ফসল ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায়! ধানের বাম্পার ফলন মৌসুমের বৈশাখী ঝড় ও টানা বৃষ্টির সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টি কৃষকের স্বপ্ন কেড়ে ভেঙ্গে যাচ্ছে প্রতিনিয়ত। এখন আকাশে মেঘ দেখলেই কৃষকের মনে ভয়ের শুরু হচ্ছে। নানা হতাশায় দিন কাটাচ্ছেন তারা। এবার কি আছে হাওরপাড়ের মানুষের ভাগ্যে কে জানে!

সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রতিটি হাওরে সোনালী ধানের সমারোহ। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো কৃষকের স্বপ্নমাখা সোনার ফসল আর কয়েকদিন পরই কৃষকের ঘরে উঠার কথা। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণ কৃষকের স্বপ্নকে ভেঙে দিয়েছে। ভারি বর্ষণ আর ঝড়ে কাঁচা পাঁকা ধানের ব্যাপক ক্ষতি হচ্ছে।

মৌসুমের শুরুতেই এমন ঝড় শীলাবৃষ্টি এর আগে কখনো দেখেনি কৃষক। এমন অবস্থায় কৃষকের ঘরে ঘরে চলছে হতাশা আর হাহাকার। এ বছর ধানের চারা রোপনের পর আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ফলন অনেক ভাল হয়েছে। কিন্তু ঝড় আর টান শীলাবৃষ্টিতে লাভের বদলে লোকসানের আশঙ্কা দেখা।

উপজেলার একাধিক কৃষক জানান, সবেমাত্র জমির ধান পাঁকা শুরু হয়েছে। কত আশা নিয়ে বসে আছি নতুন ধান ঘরে তুলবো বলে । এখনই যেভাবে ঝড় আর শীলাবৃষ্টি শুরু হয়েছে কি জানি আশা নিরাশায় রুপ নেয় কি না! সোনালী ধান মাঠে রেখে ঘরে মন বসেনা। এত কষ্টের ফসল যদি ক্ষতিগ্রস্থ হয় হাহাকার ছাড়া কিছুই করার থাকবেনা।

আস্তমা গ্রামের কৃষক সলিম উল্লাহ জানান, কি আর বলবো এখন তো চুখের ঘুম হারাম হয়ে গেছে। সোনালী ফসল ঘরে তুলার জন্য ব্যাকুল হয়ে আছি। যে পরিমান শীলাবৃষ্টি হচ্ছে জমিতে তো আর ধানই খুজে পাবনা। আমার কিছু জমিতে আগাম জাতের ধান পেকে গেছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জমিতেই যেতে পারছিনা।জানিনা এবার ভাগ্যে কি আছে।

আরেক কৃষক আব্দুল কাহার জানান, আমি ৬ বিগা জমি বর্গা চাষ করেছি। কত কষ্ট করে সোনার ফসল ফলিয়েছি। যদি ফসল ঘরে না তুলতে পারি নি:শ্ব হয়ে যাবো। শীলাবৃষ্টির তান্ডবে ফসলের ক্ষতি হচ্ছে। বজ্রপাতের ভয়ে হাওরে যেতেই পারিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ