মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

আওয়ামী লীগের নতুন সরকারকে স্বাগত জানাল পাকিস্তান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ২৪৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিজয়ী জোটকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল।
পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।
‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ যোগ করেন তিনি।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বৃহস্পতিবার বিরোধী জোট বাদে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই শপথ গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনের আগে বিরোধী রাজনীতিকদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্টদের যােগসাজশ থাকার অভিযোগ ওঠে। ঢাকা ও লন্ডনে তাদের একাধিক বৈঠকেরও অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষ সেগুলোকে অস্বীকার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ