সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

আইপিএলে দল পাবেন না জানতেন মুশফিক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ২১৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
আইপিএলে দল না পাওয়ার বিষয়টি ভাবায় না মুশফিকুর রহিমকে। তাঁর কাছে বাংলাদেশের হয়ে খেলার চেয়ে বড় গর্ব আর কিছুই নেই
বিপিএলে চার ম্যাচ খেলে আজই প্রথম হারল খুলনা টাইগার্স। সংবাদ সম্মেলনে তবু হাসিমুখেই এলেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। কথা বলার এক ফাঁকে করলেন রসিকতাও, ‘(হেরে) বিপিএল জমিয়ে দিলাম।’
জয়বঞ্চিত থাকা সিলেট থান্ডার খুলনাকে হারিয়ে আজই প্রথম জয় তুলে নিয়েছে। তলানি থেকে উঠে এসেছে পয়েন্ট তালিকার এক ধাপ ওপরেও। তবে আইপিএল নিলামের পর এটাই যেহেতু মুশফিকের প্রথম ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন প্রশ্নটা তাই অবধারিতই ছিল। আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি দলই মুশফিককে কেনেনি। এ নিয়ে কী ভাবছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান?
আইপিএল নিলামে নাম নিবন্ধন করতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না মুশফিক, এ কথা জানিয়েছিল বিসিবি। প্রতিবার নাম দেন কিন্তু কোনো দল পান না, তাই এবার তেমন আগ্রহ বোধ করেননি। কিছুদিন আগে জানা গিয়েছিল, এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিককে নিয়েই যা একটু আগ্রহ ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত মুশফিকের নাম চেয়ে নিয়েছিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু এরপরও দল পাননি। এবার আইপিএলকে কি তাহলে শেষ বলে দেওয়ার সময় হয়েছে, প্রশ্নটা সরাসরি করা হয়েছিল মুশফিককে।
খুলনা অধিনায়কের জবাব, ‘না, দেখেন এটা জানতাম আমাকে নেবে না। তাই নাম দিয়ে লাভ নেই। তারা যখন অনুরোধ পাঠিয়েছে তখন মনে হলো হয়তো একটা সুযোগ থাকতে পারে। হয়নি, এটা আমার হাতে না। আমার হাতে যেটা আছে, বাংলাদেশের আমরা যারা আছি ধারাবাহিক পারফর্ম করে যেতে পারি। এটা (আইপিএল) হলে হবে, না হলে না, আমাকে বিষয়টি খুব একটা ভাবায় না। বাংলাদেশের হয়ে খেলার চেয়ে বড় গর্ব আর কিছুই হতে পারে না। একটা আশা ছিল, সেটি হয়নি এটুকুই। আমার এখন বিপিএলে খেলা এটা নিয়েই ভাবতে চাই।’
ভবিষ্যতে আইপিএল থেকে এমন জোরালো আবেদন আসলে না করে দেবেন কি না, এর জবাবে মুশফিক বলেন, ‘সেটা ভবিষ্যৎই বলে দেবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ