স্পোর্টস ডেস্কঃ ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে না পারলে প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসানে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)।
আর্থিক সেই ক্ষতি এড়াতে যে কোনো ভেন্যুতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় ভারত।
ভারতের আইপিএল আয়োজনে আগ্রহী আছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
শ্রীলংকার ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেছেন, আমরা শুনেছি আইপিএল আয়োজনে আরব আমিরাতকে ভাবছে ভারতীয় বোর্ড। তারা চাইলে আমাদের দেশে আইপিএল আয়োজন করতে পারে। কারণ জুলাই-আগস্টে আমাদের পরিকল্পনা আছে লংকান প্রিমিয়র লিগ আয়োজনের। ভারত চাইলে সেপ্টেম্বরে আইপিএল আমাদের এখানে আয়োজন করতে পারে। তখন আমাদের মাঠ ও স্টেডিয়ামগুলো প্রস্তুত থাকবে।