শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলেন ওয়ার্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৪১৭ বার

স্পোর্টস ডেস্কঃ  
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বাদ পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে গিয়ে নির্মম সমালোচনাই করেছেন শেন ওয়ার্ন
সেমিফাইনালের নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ফেবারিট ছিল কোন দুটি দল? ভারত ও অস্ট্রেলিয়ার দিকেই পাল্লাটা বেশি ভারী থাকবে। গ্রুপপর্বে টেবিলের শীর্ষ দুই দল। অথচ এ দুটি দলই বাদ পড়ল সেমি থেকে। এজবাস্টনে কাল ইংল্যান্ডের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে আড়াই শ রানের দেখাও পায়নি অ্যারন ফিঞ্চের দল। ১০৭ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এমন পারফরম্যান্সের পর শেন ওয়ার্ন আর চুপ করে থাকতে পারেননি। ধুয়ে দিয়েছেন ফিঞ্চের দলকে।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল যেমন বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়াও তাই। শুধু শিরোপাজয়ই তাদের জন্য সাফল্য। বাকি সব ব্যর্থতা হিসেবেই গণ্য হয়। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে ফিঞ্চের দলের পারফরম্যান্সের নির্মম কাটাছেঁড়াই করেছেন কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন। এবার বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ (এখন পর্যন্ত) রান সংগ্রাহক (৬৪৭) ডেভিড ওয়ার্নারকে যেমন ১০ পয়েন্টের মধ্যে মাত্র ৪ দিয়েছেন ওয়ার্ন। সেটি শুধু সেমিফাইনালে ওয়ার্নার ব্যর্থ হওয়ার জন্য। ক্রিস ওকসের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট দেন ওয়ার্নার (৯)। এ ওপেনার নিয়ে ওয়ার্নের মূল্যায়ন, ‘খুব ভালো টুর্নামেন্ট কাটিয়েছে, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে সে দিনের সেরা বলে আউট হয়েছে। কিছুই করার ছিল না।’
সেমিফাইনালে নিজের প্রথম বলেই ফিরেছেন ফিঞ্চ। এ ওপেনারকেও ৪ পয়েন্ট দিয়েছেন ওয়ার্ন। অস্ট্রেলীয় অধিনায়কের পারফরম্যান্স নিয়ে ওয়ার্নের উক্তি, ‘গোটা টুর্নামেন্টে সে ভালোই নেতৃত্ব দিয়েছে। দিনটা তাঁর ছিল না। সে অবশ্যই হতাশ তবে একটা সান্ত্বনা পেতে পারে যে অন্তত টস জিতেছে…।’ সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের প্রশংসায় কোনো রাখঢাক রাখেননি ওয়ার্ন। আর চরম সমালোচনা করেছেন পিটার হ্যান্ডসকম্বের। কাল ৮৫ রানের ইনিংস খেলা স্মিথকে ৮ পয়েন্ট দিয়েছেন ওয়ার্ন, ‘অসাধারণ। তাঁকে ছাড়া অস্ট্রেলিয়া ১৫০ রানও করতে পারত না। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকায় তাঁর জন্য কাজটা কঠিন হয়ে পড়েছিল।’
বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি পিটার হ্যান্ডসকম্ব। উসমান খাজার জায়গায় সুযোগ পাওয়া হ্যান্ডসকম্বকে মাত্র ৩ পয়েন্ট দিয়েছেন ওয়ার্ন। কাল ১২ বলে ৪ রান করে আউট হন তিনি। হ্যান্ডসকম্বকে নিয়ে ওয়ার্ন বলেন, ‘তাঁর দলে থাকা উচিত না। দেখে মনে হয়নি রান করতে পারবে। যতক্ষণ উইকেটে (সেমিফাইনাল) ছিল আরও তিন-চারবার আউট হতে পারত।’ বিশ্বকাপে এবার এক সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়া মিচেল স্টার্কেরও সমালোচনা করেছেন ওয়ার্ন। সেমিফাইনালে স্টার্কের মধ্যে আগ্রাসী মনোভাবটুকু দেখেননি তিনি, ‘গোটা টুর্নামেন্টে ভালো খেললেও সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে সে তেমন একটা আগ্রাসী ছিল না। মারাত্মক কোনো ডেলিভারি কিংবা টানা শর্ট বল করে ভয় পাওয়াতে পারেনি।’ স্টার্ককে ৫ পয়েন্ট দেওয়ার পাশাপাশি ম্যাক্সওয়েল, নাথান লায়নকেও ৫ পয়েন্ট দিয়েছেন ওয়ার্ন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ