মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

অসহায় নারীদের জীবন বদলে দেবে আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৮ বার

স্টাফ রিপোর্টার::

দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য ৭টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন ও নতুন ৬টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজের পৈতৃক ভিটার দেড় বিঘা জমি সরকারের অনুকূলে দান করে দিয়েছেন। তার জন্মস্থান ডুংরিয়াতে গ্রামীণ নারীদের কল্যাণে হচ্ছে আজিজুন নেছা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট। মন্ত্রীর মায়ের নামে হওয়া এই ইন্সটিটিউটটে অসহায় নারীরা প্রশিক্ষণ কেন্দ্রে যাতে থাকতে পারেন এবং সেখানে কম্পিউটার, বুটিক, সেলাইসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন তার সকল ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে এই প্রকল্পটির।

এটি বাস্তবায়িত হলে বস্ত্র ও পাট শিল্প খাতের ফ্লোর পর্যায়ের বস্ত্র প্রযুক্তিবিদ তৈরি, দক্ষ জনবল তৈরির মাধ্যমে গুণগত ও মানসম্মত এবং যথাযথ মূল্যে বস্ত্র শিল্প পণ্য তৈরির করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার(১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট শীর্ষক প্রকল্পটি পরিদর্শন করেছেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: নুরুজ্জামান।

এসময় তার সাথে ছিলেন, বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক(কারিগরি) মোঃ সাইফুর রহমান, বস্ত্র অধিদপ্তরের প্রকৌশলী(সিভিল) নিরঞ্জন কুমার দেবনাথ, চট্রগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান চৌধুরী রুবেল ও বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল আলম প্রমুখ। এরপর দুপুর ১২ টায় শান্তিগঞ্জে ১২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট পরিদর্শন করেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নুরুজ্জামান।

উল্লেখ, এই প্রকল্পের কাজে ব্যয় হবে প্রায় ২৭ কোটি ১১ লক্ষ টাকা। মূল্য ভবনের চুক্তি মূল্য ১৫ কোটি ৫১ লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করছে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ