বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

অভিযান বন্ধ হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য বাড়বে: রওশন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ২৪১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ক্যাসিনো, জুয়া, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকলে তা হবে প্রশংসনীয়। শুদ্ধি অভিযান থেকে পিছপা হলে দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।
আজ বৃহস্পতিবার একাদশ সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী দিনে দেওয়া ভাষণে রওশন এরশাদ এ কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘মাদকে ছেয়ে গেছে দেশ। ছোট বাচ্চারাও মাদকে বুঁদ হয়ে থাকে। গ্যাং বের হয়েছে, ছোট বাচ্চাদের গ্যাং। তারা মাদকের ব্যবসা করছে। ঢাকা শহরে দীর্ঘদিন ধরে ক্যাসিনো জুয়া চলছিল। এত দিন পুলিশ দেখেনি কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি কোনো খবর ছিল না? এত দিন দেখেননি, এর কারণ কী, এ নিয়ে প্রশ্ন জাগে। প্রধানমন্ত্রীর ইচ্ছায় দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রীর কথাতে মানুষ আশ্বস্ত হয়েছে।’
নুসরাত হত্যাকাণ্ড সমাজের বিবেককে নাড়া দিয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে। দ্রুত বিচার আইনে বিচার হয়েছে। অপরাধীরা এখন আপিল করবেন। মাদ্রাসার প্রিন্সিপাল এখনই শাস্তি পাচ্ছেন না। শাস্তি পাবেন আরও পরে। নুসরাত হত্যার রায়ের পর অনেক হত্যার কথা ভেসে ওঠে। বুয়েটের আবরার, সাংবাদিক সাগর-রুনি, নারায়ণগঞ্জের ত্বকী, কুমিল্লার সোহাগী জাহান। এসব হত্যার বিচারিক প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানান তিনি।
রওশন এরশাদ বলেন, শিক্ষকদের পর্যাপ্ত বেতন দেওয়া হয় না। পর্যাপ্ত বেতন না হলে তাঁরা কীভাবে পড়াবেন? শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। তাই প্রাথমিক শিক্ষকদের বেতনকাঠামো ঠিক করতে হবে।
রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রওশন এরশাদ বলেন, রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি ফেরত পাঠানো যাবে, দেশের জন্য তা ততই মঙ্গল।
ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়ে রওশন বলেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর ক্রিকেট অল রাউন্ডার। আমরা তাঁকে মাঠে দেখতে চাই। খেলতে না পারলে এক বছর পর ওর ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আমরা সাকিবের খেলা দেখতে চাই। বিসিবি তাঁর পাশে থাকবে বলে আশা করি।’
ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে সংঘটিত দুর্ঘটনার প্রসঙ্গ তুলে রওশন এরশাদ বলেন, ‘চালকেরা যেখানে সাধারণ ট্রেন চালাতে পারছে না, সেখানে কীভাবে তারা পাতালরেল চালাবে, মেট্রোরেল চালাবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর বর্জ্যে কী হবে। যেটা পারব না, সেটা কেন করব? এক্সপার্ট আছে দেশে?’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ