বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

অভিনেত্রীকে ‘মোটা’ বলায় পদ হারালেন অলিম্পিক কর্মকর্তা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৯৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নারীবিদ্বেষী আর কুরুচিপূর্ণ মন্তব্য করে বির্তকের জন্ম দিয়েই যাচ্ছেন টোকিও অলিম্পিকের কর্মকর্তারা।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত ফেব্রুয়ারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেন আয়োজনটির আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো।

এবার এক অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পদ হারালেন কমিটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকি।

৩৩ বছর বয়সী জাপানি কৌতুক অভিনেত্রী নাওমি ওয়াতানাবের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন হিরোশি সাসাকি।

জাপানের বিনোদন জগতে ভীষণ জনপ্রিয় ওয়াতানাবে। তিনি একজন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

জাপানের এক ভ্যারিটি শো-তে যুক্তরাষ্ট্রের খ্যাতিমান গায়িকা বিয়ন্স নোয়েলসের একটি গানে ঠোঁট মিলিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান ওয়াতানাবে। জাপানিরা তাকে ‘জাপানের বিয়ন্স’নামেই ডাকে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৯.৩ মিলিয়ন!

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রীর প্রসঙ্গে একটি পরিকল্পনা গ্রুপের সঙ্গে অনলাইন  চ্যাটে ওয়াতানাবের প্রতি বাজে মন্তব্য করেন সাসাকি।

সংবাদমাধ্যম জানিয়েছে, সাসাকি লিখেছিলেন, ‘এই মোটা মেয়েটি শুকরের কান লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।’

এছাড়া অলিম্পিক কে ‘অলিম্পিগ’বলে লিখেছিলেন।

অভিনেত্রী নাওমি ওয়াতানাবে ও হিরোশি সাসাকি (বাঁ থেকে)

হিরোশি সাসাকি এমন সব মন্তব্যে চটে যায় জাপানের নাগরিকরা। তীব্র সমালোচনা শুরু হওয়ার আগেই পদ থেকে সরে দাঁড়ান সাসাকি।

পদত্যাগের পর এক বিবৃতিতে সাসাকি বলেছেন, ‘আমার স্পর্শকাতর মন্তব্যটি তার (নাওমি) কাছে অপমানজনক লেগেছে। আমি অনুতপ্ত এবং মন থেকে তিনি এবং সকল জনগনের কাছে ক্ষমা চাইছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ