আলাউর রহমান:: এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের প্রঙ্গাপন বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে জেলা শিক্ষক ফোরামের সভাপতি মো মোদাচ্চির আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো রুহুল আমিন। সদর উপজেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, সদর শিক্ষক ফোরামের সভাপতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কালিপদ দাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মোঃ নোমান, জেলা শিক্ষক ফোরামের মহিলা সম্পাদিকা সূচিত্রা চৌধুরী, ক্রিড়া সম্পাদক বুরহান উদ্দিন, শিশির তালুকদার, মোয়াজ্জেম হোসেন, রওশন আরা খাতুন, জহিরুল ইসলাম, এমদাদুল হক, ইব্রাহীম খলিল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুবিধা বঞ্চিত শিক্ষক কর্মচারিদের অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ ও প্রঙ্গাপন জারিতে শিক্ষক সমাজ মারাত্মক ভাবে আহত ও ক্ষুব্দ। অবসর ও কল্যাণ ট্রাস্টে কোনো প্রকার বাড়তি সুবিধা না রেখে শিক্ষক কর্মচারিদের সামান্য বেতন থেকে ৪% চাঁদা কর্তনের আদেশ জারি করা অমানবিক ও ভয়ানক জুলুম। শিক্ষকদের সাথে কোনো আলোচনা ছাড়াই অতিরিক্ত কর্তনের আদেশ শিক্ষার সুষ্ঠু পরিবেশ কে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই জননেত্রী শেখ হাসিনার কাছে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি কোনো প্রকার কর্তন না করে, বঞ্চিত সামান্য বেতন ভুক্ত শিক্ষক সমাজের পরিবার পরিজনদের মানবিক দিক যেন বিবেচনা করেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বঞ্চিত শিক্ষক সমাজের দাবি না মানা হয়, তাহলে শিক্ষক সমাজ সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।