একদিকে যেমন মৎস-পাথর-ধানে সমৃদ্ধ জেলার নাম সুনামগঞ্জ অন্যদিকে পীর-ফকির-বাউলসাধকদের আতুঁড়ঘরও বলা হয় এ জেলাকে।
আবার হালের কবি,সাহিত্যিকরা এ জেলাকে জ্যোৎস্নার শহর বলেও ডাকেন। সে যাই হোক ইতিহাস-ঐতিহ্যে ভরপুর এ জেলার এখন অন্যতম আকর্ষণের নাম ‘সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর’।নামে ‘সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর’ হলেও বাস্তবে যেনো গোটা আবহমান গ্রাম বাংলারই ঐতিহ্য ধারন করে আছে এ যাদুঘরটি।খবর নিয়ে জানা যায়,এ যাদুঘরটি জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম. এ মান্নানের উদ্যোগে ২০১৫ সালের ৪ এপ্রিলে এ যাদুঘরটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
দেখতে বেশ সুন্দর-পরিপাটি গ্রামীণ লোকজ সংস্কৃতির ধারক বহন করা এ যাদুঘরটি প্রথম দেখাতেই যে কোনো দর্শনার্থীদের মন ভরিয়ে দিতে পারে। দশ টাকা দামের প্রবেশ মূল্য ক্রয় করে যাদুঘরে প্রবেশ করলেই শেকড় সন্ধিষ্ণু যে কোনো দর্শনার্থী প্রথমে দেখা পেয়ে যাবেন গ্রাম বাংলার অসংখ্য প্রজাতির মাছের সাথে। যার বেশির ভাগই এখন আর খুঁজে পাওয়া যায় না।দেখতে পাবেন,মাঠে কৃষকদের ব্যবহ্নত নানা ধরণের গ্রামীণ কৃষি উপকরণ।আছে মরমী কবি হাছন রাজা, রাধারমণ,দূর্ব্বিণ শাহ,আব্দুল করিমসহ জেলার সকল কৃতি বাউলসাধকদের ব্যবহ্নত অতি মূলব্যান জিনিসপত্র।আছে জেলার সকল ঐতিহাসিক স্থাপনা ও মুক্তিযুদ্ধের ছবি সংবলিত গ্যালারি।
এ যাদুঘরের আরেক পাশে সারিসারি বিভিন্ন পাত্রে রাখা হয়েছে হাওরের বুকে জন্ম নেওয়া নানা ধরনের ধান,বিভিন্ন স্বাদের জল ও রং বেরংয়ের মাটি। দর্শনার্থীদের ঘুরে ফিরে দেখতে দেখতে এ যাদুঘরটি সত্যিই একসময় আনমনে তাদের নিয়ে যায় মা-মাটি-তার শেকড়ের কাছে।
উল্লেখ্য- এ যাদুঘর দর্শনার্থীদের জন্য রবি-বৃহস্প্রতিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা, এবং শুক্রবার-শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকে।
লিখেছেন, সুলেমান কবির-প্রভাষক,বিশ্বনাথ ডিগ্রী কলেজ।