স্পোর্টস ডেস্কঃ এখনও ব্যাট-বলে অলরাউন্ডিং নৈপুণ্যের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। অবসরের নামও নেননি। জাতীয় দলের হয়ে তো ছড়ি ঘুরাচ্ছেনই, সিপিএল ও বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন।
আর এর মধ্যেই স্বদেশী ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন এ অলরাউন্ডার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ৩৫ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ নবী।
এক বিবৃতিতে এসিবি বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
এসিবি জানিয়েছে, বোর্ডের ৯ সদস্যের প্যানেলে রদবদল হয়েছে। পুরনো পাঁচজনকে রেখে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে তারা। এর চারজনেরই একজন নবী। বাকি তিনজন হলেন- হাসিনা সাফি, রহুল্লা খানজাদা ও হারুন মীর।
টেস্টে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন নবী। বর্তমানে সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলছেন তিনি। সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়া একজন ক্রিকেটার কি করে বোর্ডের সদস্য পদ পেতে পারে এ নিয়ে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। যদিও নবীকে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানোর ব্যাখ্যা দেয়নি এসিবি।