দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজিবাইক বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জে সিন্ডিকেট ম্যানেজ করে এগুলো চলাচল করেছে । রাজনৈতিক ছত্রছায়ায় দাপট খাটিয়ে সিন্ডিকেটের
হোতারা কয়েক বছরে হাতিয়েছে লক্ষাধিক টাকা। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন চলাচলকারি ১হাজারেরও বেশী ইজিবাইক থেকে নিদৃষ্ট অংকে চাঁদা আদায় করতো ঐ সিন্ডিকেট। যার দরুন প্রতিদিন শহরের বিভিন্ন স্পটে অদক্ষ্য ও শিশু বয়সি চালকদের দিয়ে পরিচালিত এসব ইজিবাইক দূর্ঘটনা ঘটালেও প্রভাব খাটিয়ে অবৈধ এসব অটো ছাড়িয়ে নিতো সিন্ডিকেট। কয়েক
বছরে শহরের একাধিক এলাকায় বেপরোয়া চলাচলের কারণে ইজিবাইক চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়। জেলা শহর ছাড়াও নারীসহ আরো ২জনের মৃত্যু ঘটায় বেপরোয়া ইজিবাইক। সর্বশেষ শহরের ষোলঘর এলাকায় পর পর ২টি
মৃত্যুর ঘটনায় এসব অবৈধ ইজিবাই বন্ধের আন্দোলনে নামেন সুনামগঞ্জবাসী। মঙ্গলবার সকালে নাগরিকদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে সুনামগঞ্জ পৌর শহরের আভন্তরিন সকল ছোট- বড় সড়কে ২৮ ফেব্রুয়ারি থেকে অবৈধ ইজিবাইক চলাচল ন্ধের নির্দেশনা দিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। মেয়র আয়ূব বখত জগলুলের অকাল মৃত্যুর পর বর্তমান ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা হোসেন আহমেদ রাসেলের এ নির্দেশনা মঙ্গলবার মাইকিংয়ের মধ্য দিয়ে জানিয়ে দেয়াহয়। ইতিমধ্যে এ নির্দেশনার আগেই পৌর এলাকার বিভিন্ন সড়কে চলাচলকারি ইজিবাইকের বেশ কিছু আটক করেছে পুলিশ। মাইকিংয়ের পর থেকে বিষয়টি বর্তমানে সুনামগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু। পৌর কর্তৃপক্ষের এ নির্দেশনার আগে সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসন বিষয়টির গুরুত্ব দিয়ে এগুলো চলাচল বন্ধের ব্যপারে পুলিশ প্রশাসন ও পৌরসভার দায়িত্বশীলদের
সঙ্গে আলোচনা করে। তবে ইজিবাইক শ্রমিকদের মতে এমন সিদ্ধান্ত তাদের জন্য ক্ষতির কারণ । তারা বলছেন জীবিকার সন্ধানে ইজিবাইক কে তারা বেছে নিয়েছিলেন উপার্জনের মাধ্যম হিসেবে। এ নির্দেশনার পর ভিন্ন উপায় খুজে নিতে সময় লাগবে তাদের। এদিকে, পৌর কর্তৃপক্ষের নির্দেশনার পর স্বস্তি ফিরেছে সাধারণ নাগরিকদের মাঝে। দির্ঘদিন ধরেই বিপুল সংখ্যক ইজিবাইকের চলাচল শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজটের অন্যতম কারণ
হিসেবে চিহ্নিত ছিলো। মোটর ভ্যাহিক্যাল আইনে এদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ধারা না থাকায় সমস্যার সমাধানে কোন ব্যবস্থা নিতে পারেনি ট্রাফিক- পুলিশ । তবে পৌরসভার পক্ষ থেকে নির্ধারিত টাকার বিনিময়ে এসব ইজিবাইক
চলাচলে লাইসেন্স প্রদান করাহতো। লাইসেন্স প্রদানের বিষয়টি নিয়ে সাধারণ নাগরিকদের মাঝেও ছিলো চাপা ক্ষোভ। ইজিবাই চলাচল বন্ধের নির্দেশনার পর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের পৌর নাগরিকেরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত পৌর মেয়র হোসেন আহমদ রাসেল বলেন‘ আমরা নাগরিকদের সেবা
দিতেই কাজ করি, নাগরিকদের সমস্যা সৃষ্টি করে তাদের জীবন কে ভোগান্তিতে ফেলেছে এসব ইজিবাইক, যেহেতু মহামান্য হাইকোর্ট এসব ব্যাটারি চালিত ইজিবাইক বন্ধের নির্দেশনা দিয়েছেন এবং সুনামগঞ্জের সাধারণ মানুষ এদের বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ, সেকারনে আমরা পৌর শহরের ভেতরের সকল সড়কে এগুলোর চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছি’।