সদর হাসপাতাল রোড থেকে সরকারি কলেজগামী এই রাস্তা দিয়ে দৈনিক সহস্ররাধিক শিক্ষার্থী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। ব্যস্ততম এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রোডের বিভিন্ন অংশে খানাখন্দ আর ভাঙ্গন দেখা দিয়েছে। পাকা রোডের একাধিক স্থানে আরসিসি ঢালাই ভেঙ্গে রড বেরিয়ে এসেছে।
ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব রড যেকোনো মুহূর্তে চলন্ত গাড়ির চাকায় ভেদ করে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিনই বিভিন্ন যানবাহন দিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশেষত কলেজগামী শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে অধিকাংশ সময়-ই যাতায়াত করে থাকেন। ফলে বেশিরভাগ সময় ভোগান্তি পোহাতে হয় তাদের।
দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে থাকায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে আসছিল সুনামগঞ্জ সরকারি কলেজ প্রশাসন। কলেজ প্রশাসনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র রাস্তাটির সংস্কার কাজ হাতে নেন। গত (৪ মার্চ) সোমবার দুপুরে মেয়র নাদের বখ্ধসঢ়;ত সুনামগঞ্জ সরকারি কলেজ পরিদর্শনে এসে খুব শিঘ্রই রাস্তাটির সংস্কার কাজ শুরু করার ব্যাপারে আশ্বস্ত করেন।
এদিকে কলেজ রোডের সংস্কার কাজ শুরু হতে যাওয়ায় উৎফুল্ল প্রকাশ করেছেন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা। সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুরঞ্জিত দাস, আব্দুল মুকিত আকাশ, শিপা দেব ও ফারজানা আক্তার বলেন, ‘রাস্তাটি সংস্কার করা হলে আমরা সবাই স্বাচ্ছন্দে কলেজে যাতায়াত করতে পারব। রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সবাইকে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে আমাদের। শুনেছি মেয়র মহোদয় কাজ শুরু করার বিষয়ে আশ্বস্ত করেছেন। আশাকরি দ্রুতই রাস্তাটির সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।’
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ বলেন,‘ অনেকদিন ধরেই কলেজ রোডের সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম আমরা। সম্প্রতি মেয়র মহোদয় সরেজমিনে পরিদর্শনে এসে রোড সংস্কারের কাজ শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। রোডটির সংস্কার হলে স্থানীয়দের সাথে সাথে সবচেয়ে বেশি উপকৃত হবে কলেজের শিক্ষার্থীরা। খুব শিঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে আমি আশাবাদী।’
রোডের সংস্কার কাজের ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘কলেজ রোডের টেন্ডার হয়ে গেছে। প্রায় ২৫ লাখ টাকা টেন্ডার মূল্য ধরা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে এবং দুই সপ্তাহের ভেতর কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ।’