স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জের সাব-রেজিস্ট্রার মোঃ জামাল হোসেনের বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ ঘটিকায় শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায শান্তিগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য সচিব দলিল লেখক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও দলিল লেখক মোঃ মাসুক মিয়া এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী সাব-রেজিস্ট্রার মোঃ জামাল হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী নফিছা তাহেরা মুন্নি, টি সি প্রশান্ত ঘোষ, দলিল লেখক রিপন তালুকদার, ছাদিকুর রহমান আতিক, ছালাতুল ইসলাম, আবু লেইচ,মোঃ আবিদ উদ্দিন, ছালিক আহমদ, নকল নবিশ শিপু রাণী দাস ও শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
এ সময় শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সকল নকলনবিশ ও দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।