শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সংবাদ শিরোনাম

শান্তিগঞ্জে সমাজসেবার ফিল্ড সুপারভাইজার হেলাল আর নেই, দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার
স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের ছোট ভাই হেলালুজ্জামান(৫৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবন উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন।
পরদিন শনিবার সকাল ১১ ঘটিকার সময় জয়কলস মাদ্রাসার সামনে নামাজে জানাজা শেষে জয়কলস্থ পারিবারিক কবর স্থানে তাহার মরদেহ দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি মো: ফারুক আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, মহির উদ্দিন,  উপজেলা জামাায়াতের আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারী মাস্টার দিলোওয়ার হোসেন, সহ সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, মানব সম্পাদ বিষয়ক সম্পাদক কাজী নুরুল হক, জামায়াত নেতা জামিল আল হাসান,মাছুম আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ছঈদ,সিনিয়র সহ সভাপতি সামিউল কবির, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক জনতা।
এদিকে হেলালুজ্জামানের আকস্মিক মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জেলা বিএনপির সহ সভাপতি মো: ফারুক আহমদ, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, আনছার উদ্দিন, শাহজালাল মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এনামুল কবীর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ছঈদ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর