সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শিশু ও গাইনী বিশেষজ্ঞ ছাড়াই চলছে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শান্তিগঞ্জে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন স্মার্টফোনে আসক্তি শিক্ষার্থীদের, এসএসসিতে ফলাফল বিপর্যয় হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে সাংবাদিকের উপর হামলা, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান কারাগারে ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে: শিক্ষামন্ত্রী শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ  রানীগঞ্জ সেতুর পাশ থেকে বালু উত্তোলন- ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে আদালতের নির্দেশ এসএসসির ফল আজ, অপেক্ষায় ২০ লাখ পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পিয়াল নিহত
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সৌরভকে খুশি করতে চাইছেন কোহলি?

সৌরভকে খুশি করতে চাইছেন কোহলি?

স্পোর্টস ডেস্কঃ  
ভারত দলে জয়ের তীব্র যে ইচ্ছা এটা সৌরভ গাঙ্গুলীর আমল থেকেই শুরু হয়েছে বলে মনে করেন বিরাট কোহলি। সুনীল গাভাস্কার আবার সবাইকে মনে করিয়ে দিয়েছেন সত্তর-আশির দশকেও বিদেশের মাটিতে ম্যাচ জিতত ভারত।
ভারতীয় ক্রিকেটের মসনদে এখন সৌরভ গাঙ্গুলী। তাঁকে তো খুশি রাখতে হবেই। এই কারণেই কি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি সৌরভের প্রশংসায় পঞ্চমুখ? গতকাল কলকাতা টেস্ট শেষের পর আলোচনায় কিংবদন্তি সুনীল গাভাস্কার অন্তত তেমন মন্তব্যই করেছেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলে গেছেন ভারত দলে জয়ের তীব্র যে ইচ্ছা, সেই মানসিকতাটা সাবেক অধিনায়ক সৌরভের সময়ই গড়ে উঠেছে, ‘পরিকল্পনা হচ্ছে নিজেকে মাঠে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দলের প্রয়োজনে এগিয়ে আসার বিষয়টি রপ্ত করেছি। এই সংস্কৃতির শুরু দাদার (সৌরভ) দল থেকে। আমরা শুধু এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
কোহলির এমন মন্তব্যের পর গাভাস্কার ভারত অধিনায়ককে একটা বিষয় মনে করিয়ে দিয়েছেন—ভারত সত্তর এবং আশির দশকেও ম্যাচ জিতত! গাভাস্কার কোহলিকে একটা খোঁচা দিয়েই বলেছেন, ‘দুর্দান্ত এক জয়ই পেয়েছে ভারত। কিন্তু আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই। ভারত অধিনায়ক বলেছে এটা শুরু হয়েছে ২০০০ সালে দাদার দল থেকে। আমি জানি দাদা এখন বিসিসিআইয়ের সভাপতি। এই কারণেই হয়তো কোহলি তার প্রশংসা করতে চেয়েছে। কিন্তু ভারত সত্তর আর আশির দশকেও জয় পেত। তখন তো ওর জন্মই হয়নি।’
এখানেই থামেননি গাভাস্কার। ভারতের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ করে বলেছেন সৌরভের দল জিততে শুরু করার ৩০ বছর আগেও ভারত বিদেশের মাটিতেও টেস্ট জিতত, ‘এখনো অনেক মানুষ মনে করে ভারতে ক্রিকেট শুরু হয়েছে একবিংশ শতক থেকে। কিন্তু ভারত দল সত্তরের দশকেও বিদেশে ম্যাচ জিতেছে। ১৯৮৬ সালেও ভারত বিদেশে ম্যাচ জিতেছে। ভারত দেশের বাইরে সিরিজ ড্রও করেছে। অন্য দলের মতো ভারতও ম্যাচ হারত।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com