স্টাফ রিপোর্ট::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে শান্তিগঞ্জের কামরুপদলংয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কামরুপদলং গ্রামের বিএনপি নেতা মস্তাই মিয়ার বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
আনছার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা তার বাবার মত বাংলাদেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল। ভোট চুরি আর ডামি নির্বাচনের মাধ্যমে দেশে তরুণ প্রজন্মকে ভোট দেওয়া বিরত রেখে ভোটের সংস্কৃতি নষ্ট করে দিয়েছিল। সীমাহিন দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এর ফলে দেশের আপামর জনতা জুলাই-আগষ্টের ছাত্রআন্দোলনে রাজপথে নেমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতিক ধানের শীষ প্রতিককে দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে সকল ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।
জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার আলীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা সোহেল মিয়া এবং মুহিবুর রহমান মানিকের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইমরুল কয়েছ, আঙ্গুর মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক জিলানি মিয়া, ফরিদ আহমদ, সদস্য শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদল নেতা এমদাদুর রহমান, আশরাফ উদ্দিন, রায়হান উদ্দিন, সোহেল আহমদ, মাছুম আহমদ, যুবদল নেতা আবুল হোসেন, মনসুর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন ও জাবেদ মিয়া।
এসময় বিএনপি নেতা বিএনপি নেতা আউয়াল উদ্দিন ,মহির উদ্দিন, সিরাজুল আলম, রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য মাসুম আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আমিন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।