বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৬০টি ভূমিহীন পরিবার 

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৬০টি ভূমিহীন পরিবার 

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরও ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আনোয়ার উজ জামান এ তথ্য জানান।
মঙ্গলবার(২১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল ২২ মার্চ সারাদেশে একযোগে উপহারের ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৪র্থ পর্যায়ে আগামীকাল দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাচ্ছে ৬০টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com