শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জে আজমলের মৃত্যু স্ট্রোক করে, আ.লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই: কাদের

সুনামগঞ্জে আজমলের মৃত্যু স্ট্রোক করে, আ.লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই: কাদের

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে আজমল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে যে খবরটি গণমাধ্যমে এসেছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেছেন, আজমল হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত নয়।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল (সোমবার) দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থলে দুপক্ষের সংঘর্ষ চলাকালে ঢিলের আঘাতে আহত হয়ে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এভাবে যদি নিউজ করেন পুরোপুরি অবহিত না হয়ে, যদি কেউ মারা যায় সম্মেলনে, সেক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন।’

মঙ্গলবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের শুরুতে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিদ্রোহীরা মঞ্চে বসা, কিন্তু পরবর্তী সময়ে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্রপত্রিকায় দেখলাম একজন মারা গেছে। এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে আসছে। সম্মেলনের আশপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি।’

আজমল হোসেন দুবাইয়ে ছিলেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি দেশে এসেছিলেন। তার বাড়ি সম্মেলন স্থল থেকে অনেক দূরে। সম্মেলনের ধারেকাছেও ছিলেন না আজমল। মন্ত্রী আরও বলেন, ‘একটা ঘটনা ঘটেছে। একটা লোক দুবাই থাকে। সে দেশে আসছে। সে তার বাড়িতে ছিল। বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়। ৩টা বাজে ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে গেছে।’

ওবায়দুল কাদের সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেন, কোথাকার সম্মেলনে আমাদের এ ধরনের গোলমাল হয়েছে? একটা জেলা সম্মেলন- কুমিল্লা যেটা হয়েছে, সেটা সম্মেলন থেকে অনেক দূরে। এগুলো আপনারা (সাংবাদিক) একটু খেয়াল রাখবেন।’

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিরোধী দল বিএনপির সমাবেশের খবর অনেক দিন আগে থেকে গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হওয়ার দিকে ইঙ্গিত করে বলেন, ‘বিরোধী দল হলে চার দিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, হেঁটে আসতেছে। দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নেই। এগুলো আপনাদের ব্যাপার। পত্রিকার পলিসির ব্যাপার।’

‘কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর (আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে আজমল হোসেনের মৃত্যু) দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে’- সাংবাদিকদের উদ্দেশে বলেন ওবায়দুল কাদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com