বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত:প্রবাসীর উদ্যোগে শান্তির আশ্রয় পেল একাধিক পরিবার এই অশান্তি আর ভাল্লাগে না, ক্ষোভ ঝাড়লেন মাহি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন শান্ত ঢাকাসহ ৪ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ ভরদুপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি করে-গলা কেটে হত্যা আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শান্তিগঞ্জের ছেলে নয়ন শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আজ পহেলা বৈশাখ,নতুন বছর বরণের দিন,বাঙালির উৎসবের দিন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে বন্যা: ভ্রাম্যমাণ নিত্যপণ্যের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

শান্তিগঞ্জে বন্যা: ভ্রাম্যমাণ নিত্যপণ্যের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টারঃ বৃষ্টি ও পাহাড়ি ঢলে দোকানপাট তলিয়ে যাওয়ায় শান্তিগঞ্জে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেশলাই সংকট। বন্যার পানিতে বহু দোকান তলিয়ে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে। বন্যায় দোকানপাট তলিয়ে যাওয়ায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩০ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। দোকানে দোকানে ঘুরেও অনেক পণ্য পাওয়া যাচ্ছে না। তাই যেখানে যা পাচ্ছেন তা ক্রয় করছেন বন্যার্ত মানুষেরা। ফলে শান্তিগঞ্জ বাজারে নিত্যপণ্য ক্রয়ে উপচে পড়া ভিড় লেগেছে।

অধিকাংশ ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি ও বন্যার কারণে দোকান তলিয়ে যাওয়ায় দু’একদিন দোকান খোলা যায় নি। এখন দোকান পানি রয়েছে, তাই তাহারা ভ্রাম্যমাণ দেকান খোলা মাত্র ক্রেতারা লাইন দিয়ে নিত্যপণ্য ক্রয় করা শুরু করেন। যিনি আগে এক কেজি আলু কিনতেন তিনি ১০ কেজি কিনছেন। যার ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিচ্ছে৷

বাজারে অনেক ক্রেতার সাথে কথা হলে তারা বলেন, নিত্যপণ্যের জন্য এক প্রকার যুদ্ধ শুরু হয়েছে৷ এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম রাখছেন৷ অনেকে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে ১৩০০ টাকার গ্যাস ২০০০-২৫০০ টাকায় বিক্রি করছেন৷ তারা আরও বলেন, দেশি মশুর ডাল ৯০-১০০ টাকা হলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বন্যাকে পুঁজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বাজারে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি জানাচ্ছি। মানুষের এই বিপদে নিত্যপণ্যের দাম বাড়া চলমান থাকলে কষ্টের শেষ থাকবে না।

বন্যায় মোমবাতি  ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। এতে সংকট তৈরি হচ্ছে। ব্যবসায়ীরাও ২ টাকার মোম রাখছেন ৫ টাকা করে। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্যায় সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। এতে করে নিত্যপণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। ফলে দোকানে পণ্যের দাম ৫-১০ টাকা বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com