শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বিপিএলে প্লেয়ার ড্রাফটে কে রয়েছেন কোন ক্যাটাগরিতে, পারিশ্রমিক কত?

বিপিএলে প্লেয়ার ড্রাফটে কে রয়েছেন কোন ক্যাটাগরিতে, পারিশ্রমিক কত?

স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এই তারিখ জানিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

ড্রাফটের জন্য এরই মধ্যে ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। তাতে দেখা যাচ্ছে, মোট ৬টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। সব ক্যটাগরি মিলিয়ে ২১২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটের তালিকায়। তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটারদের নাম নেই।

এর মধ্যে সর্বোচ্চ তথা ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়জনকে। যাদের পারিশ্রমিক হবে ৭০ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৪ জন ক্রিকেটারকে। তাদের পারিশ্রমিক ৩৫ লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪০ জন ক্রিকেটারকে। তারা পাবেন ২৫ লাখ টাকা করে পারিশ্রমিক।

‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৬০ জন ক্রিকেটার। তারা পাবেন ১৮ লাখ টাকা করে পারিশ্রমিক। ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন মোট ৬৩ জন ক্রিকেটার। তারা পাবেন ১২ লাখ টাকা করে পারিশ্রমিক এবং ‘এফ’ ক্যাটাগরিতে ২৯ জন ক্রিকেটার। তারা পাবেন ৫ লাখ টাকা করে পারিশ্রমিক।

‘এ’ ক্যাটাগরিতে যারা রয়েছেন

সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান।

‘বি’ ক্যাটাগরির ১৪ জন হলেন

নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাইম শেখ, মাহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার।

জাতীয় দলে খেলা কিংবা জাতীয় দলের আশপাশে থাকা মোট ৪০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ‘সি’ গ্রুপে। নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, অলক কাপালিসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং উদীয়মানদের দিয়ে সাজানো হয়েছে ‘ডি’ ক্যাটাগরির ৬০ জনের তালিকা।

‘সি’ ক্যাটাগরিতে যারা রয়েছেন

রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মোহাম্মদ সৈকত আলি, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, জহিরুল ইসলাম, ফরহাদ রেজা, আল আমিন (জুনিয়র), মেহেদী হাসান রানা, নাহিদুল ইসলাম, ইরফান শুকুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি চৌধুরী, মহিদুল অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাইম হাসান, আল আমিন হোসেন (সিনি.), শহিদুল ইসলাম, শামসুর রহমান, জাকির হাসান, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, রেজাউর রহমান, হাসান মুরাদ।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন যারা

অলক কাপালি, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জোনায়েদ সিদ্দিকী, আকবর আলী, সৈয়দ খালেদ আহমেদ, তানবির হায়দার খান, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আবদুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, আসিফ হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, দেলওয়ার হোসেন, মনির হোসেন খান, ইমরানুজ্জামান, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হক (সিনি.), সাকলায়েন সজিব, মোহর শেখ অন্তর, ধীমান ঘোষ, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাভেদ, রবিউল হক, কাজী অনিক, ইফতিখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানুজ্জামান, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাইশুকুর রহমান, মুনিম শাহরিয়ার, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, প্রিতম কুমার, শাহাদ হোসেন দীপু, মৃত্যুঞ্জয় চৌধুরী, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, সাকলায়েন সজিব, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, আজমির আহমেদ, নাবিল সাদাম, শাহবাজ চৌহান, শাহিন আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com