শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপস নেই : পরিকল্পনামন্ত্রী

স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপস নেই : পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোন আপস নেই। অন্যকিছুতে সামান্য ছাড় দিলেও এখানে ছাড় নেই। এদেশ দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে৷ আমরা এখন স্বাধীন জাতি। কাজেই এদেশকে যারা ছোট করতে চায়,দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তাদের বেলায় কোন ছাড় নেই। এখন আমরা ঘুরে দাড়িয়েছি। এই সরকারের বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ৷

মন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যান্ত উদার। উনার কাছে কোন আবদার নিয়ে গেল ফিরত আসতে হয় না৷ উনি চান সবাইকে নিয়ে এগিয়ে যেতে৷ শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে এখন উন্নয়নের বাধভাঙ্গা জোয়ার বইছে। যেদিকেই থাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এটুকুতেই শেষ নয় আরও উন্নয়ন হবে, সুনামগঞ্জে মেডিকেল হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে৷ উড়াল সড়ক হবে। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেল যাবেই যাবে।

তিনি আরও বলেন, এফআইভিডিবির অনেক সুনাম আছে। তারা দেশের মানুষের কল্যানে কাজ করছে। তাদেরকে আরও কাজ করতে হবে, নিত্য নতুন ক্ষেত্র খুজে বের করতে হবে যাতে পিছিয়ে পড়া মানুষের উপকার হয়। এফআইভিডিবির প্রয়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদকে স্মরণ করে মন্ত্রী বলন, যেহীন আর এফআইভিডিবি মিলেমিশে একাকার৷ কোনটা প্রতিষ্ঠান আর কোনটা যেহীন বুঝা দায়৷ এফআইভিডিবির নাম নিলেই যেহীনের নাম নিতেই হবে৷ আমি তার আত্মার শান্তি কামনা করি৷ তার কাজ তাকে আজীবন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে।শুক্রবার(১০ ডিসেম্বর) দুপুর ২ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্থার প্র‍য়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদের নামে নামকরণ ‘যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনামন্ত্রী।

এফআইভিডিবির ইডি বজলে মুস্তফা রাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এফআইভিডিবির নির্বাহী পরিষদের সদস্য মুশতাকুর রাজা চৌধুরী, এডভোকেট এমদাদুল্লাহ শহীদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি কাজী মোক্তাদির হোসেন, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, সাধারণ সম্পাদক নাইম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস ও তুফায়েল আহমদ সহ এফআইভিডিবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com