শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকার বদ্ধপরিকর: পরিকল্পনামন্ত্রী

অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকার বদ্ধপরিকর: পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, সব ধর্মের মানুষের সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর।

শুক্রবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সব জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমন মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

মন্ত্রী বলেন, কৃষকরা সার্বিকভাবে অনেক ভর্তুকি পান। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। সরকার কৃষকদের কাছে ৫ ভাগের ১ ভাগ দামে ইউরিয়া সার বিক্রি করে। এটা কি ভর্তুকি নয়? কৃষকরা ডিজেল এবং বিদ্যুৎ সেচের কাজে ব্যবহার করেন, সেটাও কম দামে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নানাভাবে আমরা কৃষকদের সহায়তা দিয়ে থাকি। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নয়, তারা আমাদেরই লোক। মন্ত্রী বলেন, সব বিবেচনা আখেরে জনগণের কল্যাণেই করা হয়।

আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com