বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে ইউপি নির্বাচন : ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা

শান্তিগঞ্জে ইউপি নির্বাচন : ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার::

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারা গত শুক্রবার প্রতীক পেয়েই ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি । হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে প্রচার-প্রচারণায় শান্তিগঞ্জে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সাধারণ ভোটাররা জানান, ‘বিগত দিনে যারা এলাকায় উন্নয়ন করেছে এবং সুখে-দুঃখে যারা তাদের পাশে ছিল, তাদের তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের ৮ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯০ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মনোনয়ন প্রত্যাহারের পর ৮টি ইউনিয়নে এখন নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন ৪৩ জন। সাধারণ সদস্য পদে ৩৪৩ জন ও মহিলা মেম্বারপদে ৯৫ জন লড়বেন ২৮ তারিখের নির্বাচনে।

উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম রেজা জানান, শান্তিগঞ্জের ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৩২ হাজার ১শত ৩৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৫ হাজার ৪ শত ৮০ জন, নারী ভোটার সংখ্যা ৬৬ হাজার ৬ শত ৫৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৮ টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com