শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে দুই প্রবাসীর লোকদের ঘন্টাব্যাপী গোলাগুলি: আহত ৮, আটক ১৪

জগন্নাথপুরে দুই প্রবাসীর লোকদের ঘন্টাব্যাপী গোলাগুলি: আহত ৮, আটক ১৪

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

সোমবার (১ নভেম্বর) রাতে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে পুলিশ ১৪জনকে আটক করে মঙ্গলবার (২ নভেম্বর) সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।

জানাযায় , ইসহাকপুরের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার যুক্তরাজ্যপ্রবাসী সুরুজ আলী পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন করে বিরোধ চলে আসছে। যার জের করে সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। গুলির আওয়াজে গ্রামবাসীর মধ্য আতংক ছড়িয়ে পড়ে।

ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আটজন আহত হন। এরমধ্যে নোমান আহমদ (২৫) ও আব্দুস সালাম (৫০)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়।

এদিকে সংঘর্ষচলাকালে ১৫-২০রাউন্ড গুলীছুঁড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ১৪ জনকে আটক করেছে। এসময় সংঘর্ষে ব্যবহৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুস ছত্তার জানান, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় উন্নয়ন কমিটি নিয়ে উস্তার গণি ও বদরুল ইসলাম পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলচিল। এরই জের ধরে রাতে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।। এ ঘটনায় উভয়পক্ষের ১৪জনকে আটক করে মঙ্গলবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি নিজেই বাদি হয়ে থানায় মামলায় দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com