বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শিক্ষা-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন প্রবাসীরা : পরিকল্পনামন্ত্রী

শিক্ষা-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন প্রবাসীরা : পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট::

সরকারের পাশাপাশি প্রবাসীরাও দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদরাসার আইসিটি ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ অগ্রযাত্রাকে আরও অনেক দূর এগিয়ে নিতে হলে প্রয়োজন নারী-পুরুষের একত্রে অংশগ্রহণ। আমাদের মহান ইসলামের মহীয়সী নারী আমাদের মা খাদেজা (রা.) ব্যবসা করেছেন। তবে তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ছিলেন সততার উজ্জ্বল নক্ষত্র। শালীনতা বজায় রেখে নারী-পুরুষ একত্রে কাজের সুযোগ তৈরি হলে উন্নয়নের পথ আরও সুগম হবে।

এম এ মান্নান বলেন, জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত জাতি গঠনে সরকার কাজ করছে। এ জন্য প্রয়োজন পরিশ্রম। পরিশ্রম ছাড়া অগ্রগতি কখনো সম্ভব নয়।

মন্ত্রী বলেন, পরাধীনতা আমাদের অনেক পিছিয়ে রেখেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের পথে হাঁটছে।

মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, আইসিটি ভবন দাতা জেলা পরিষদের সদস্য গীতিকার সৈয়দ দুলাল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ প্রমুখ।

সুত্র: জাগোনিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com