শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, বাড়ছে পানি

শান্তিগঞ্জে টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, বাড়ছে পানি

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টানা কয়েক দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টিনের ঘরে রিম-ঝিম বৃষ্টির শব্দে ঘুমাতে ভালো লাগলেও বজ্রপাতের প্রচন্ড শব্দে ঘুম থেকে চমকে ওঠছে শিশু-কিশোরসহ বয়স্করাও। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো হালকা আবার কখনো ভারি বর্ষণ হচ্ছে গোটা উপজেলা জুড়ে। যার কারণে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার পথে। খাল, বিল, মাঠ, ফসলি জমি ও পুকুরগুলো বৃষ্টির পানিতে টইটুম্বর হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, অবিরাম বৃষ্টি হওয়ায়  উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ এলাকায় কৃষকের লাগানো শীতকালীন আগাম সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এরপ্রভাব পড়তে শুরু করেছে সবজির বাজারে। সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষ। একদিকে করোনা অন্যদিকে টানা বৃষ্টি সব মিলিয়ে নাকাল শ্রমজীবী মানুষেরা।  তারা যেতে পারছে না কাজে। যোগাতে পারছেনা খাবার।

সুলতানপুর এলাকার দিনমজুর বকর জানান, আজ ৫ দিন হিয় বৃষ্টির কারণে কাজে যেতে পারিনি। সংসার চলছে না। খুব কষ্টে আছি।

শান্তিগঞ্জ বাজারে কথা হয় কামরুজ্জামানের সাথে। তিনি রাজমিস্ত্রীর জোগালির কাজ করেন। কামরুজ্জামান  জানান, সকালে আকাশ একটু ভালো মনে হলো তাই এসেছি কাজের সন্ধানে কিন্তু ঠিকই বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন দিন থেকে বসা কোনো কাজ নেই হাতে। বৃষ্টি আর কিছু দিন থাকলে হয়তো না খেয়ে থাকতে হবে। অটোরিকশা চালক আরমান আলী বলেন, অভিরাম বৃষ্টি হওয়ায় প্যাসেঞ্জার কম। খুব অভাবে আছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com