শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডের শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করে সেই ধাক্কা সামাল দিলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামিম ইকবালদের। বড় সংগ্রহের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে সাকিব আল হাসানের পাঁচ উইকেটে অনায়াসে জয় তুলে নেয় সফরকারীরা। টেস্টের পর প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে শক্ত অবস্থানেই আছেন তামিমরা। একদিনের বিরতির পর হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে চায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে। তবে সিরিজ নিশ্চিতের চেয়েও এখন প্রতিটি ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ দলের কাছে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় তিন ম্যাচেই জয় চাই বাংলাদেশের।

প্রথম ম্যাচে ১৫৫ রানের জয়টি দেশের বাইরে ওয়ানডেতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ১৩৭ রানের জয়টাই ছিল সর্বোচ্চ। অতীতে জিম্বাবুয়ের মাটিতে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। এবার ভিন্ন বাংলাদেশের দেখা মিলেছে। টেস্টের পর ওয়ানডেতেও দাপটের সঙ্গে জিতেছে দল। ছন্দে থাকলে সফরের বাকি ম্যাচগুলোয়ও স্বাভাবিকভাবেই জয়ের দাবি রাখে বাংলাদেশ। জিম্বাবুয়ের কন্ডিশনে এই সময়ে কিছুটা সুবিধা পান স্পিনাররা। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছেন সাকিব-মিরাজরা। চোট পাওয়া মোস্তাফিজের আজও খেলার সম্ভাবনা ক্ষীণ। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম।

হারারেতে খেলা শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে। এই সময়ে উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকে। টস তাই বড় পার্থক্য গড়ে দেয়। প্রথমে ব্যাটিংয়ে নামা দলের জন্য পেসারদের সামলানো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। শুক্রবার লিটন দাস ছাড়া সেই চ্যালেঞ্জ নিতে পারেননি বাংলাদেশের কেউই। শুরুর দিকে মাথাঠান্ডা রেখে খেলার ফলে পরবর্তী সময়ে ঠিকই সুবিধা আদায় করে নিয়েছিলেন লিটন। দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের স্কোর ২৭৬ রানে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডেতে এটি ছিল লিটনের তৃতীয় সেঞ্চুরি। বাংলাদেশ দলে এখন তিনজন অলরাউন্ডার। সাকিব আল হাসানের পর মিরাজ ও সাইফউদ্দিনও শেষদিকে অবদান রাখতে পারেন। ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তাই ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে লোয়ার মিডল অর্ডারের সামর্থ্যরে কারণে।

বাংলাদেশকে এখন পর্যন্ত যা একটু ভুগিয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি। শুরুতেই দারুণ পেস ও সুইংয়ে বাংলাদেশের টপ অর্ডারে আঘাত হানছেন তিনি। ব্যাটিংয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারছেন না। তবে দ্বিতীয় ওয়ানডেতে অভিজ্ঞ সিকান্দার রাজার খেলার সম্ভাবনা প্রবল। ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ দশ ম্যাচে পেয়েছে ৬০ পয়েন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com