শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
১০ পথচারীসহ নদীতে তলিয়ে গেল সেতু

১০ পথচারীসহ নদীতে তলিয়ে গেল সেতু

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কক্সবাজার সদরে ইদগাঁও নদীর সংযোগ সেতুটি ভেঙে ঢলের পানিতে তলিয়ে গেছে। এ সময় সেতু পার হতে গিয়ে ১০ জন পথচারীও পানিতে পড়ে গিয়ে আহত হন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ঈদগাঁওয়ের জালালাবাদ ও পোকখালী দুই ইউনিয়নের মধ্যখানের নদীতে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক বলেন, ভারি বর্ষণের কারণে বৃহস্পতিবার সকালে ঢলের পানির তোড়ে সেতুর মধ্যবর্তী দুটি গার্ডার স্প্যান ও একটি পিলার ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় সেতু পার হতে গিয়ে ১০ জন পথচারীও নদীতে পড়ে গিয়ে সামান্য আহত হন।

সেতুটি ভেঙে যাওয়ায় পোকখালী ও জালালাবাদের প্রায় ১০ হাজার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান এ জনপ্রতিনিধি।

সেতু ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদরের উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com