শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউরোপের অন্যতম ধনী নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউরোপের অন্যতম ধনী নিহত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাসকার জনহীন প্রান্তরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইউরোপের অন্যতম এক ধনী ব্যক্তিও রয়েছেন।

শনিবার তারা বরফে ঢাকা দুর্গম বিচ্ছিন্ন অঞ্চলে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত পেটর কেলন চেক প্রজাতন্ত্রের সবচেয়ে ধনী ছিলেন। গত বছর ফোর্বসের তালিকায় বিশ্বের ৭০তম শীর্ষ ধনী ছিলেন ৫৬ বছর বয়সী পেটর।

আলাসকার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, সপ্তাহের শেষ দিনে উদ্ধারকারীরা পেটর কেলনসহ চারজনের মরদেহ উদ্ধার করে।

বাকি চার ব্যক্তি হলেন— চেক প্রজাতন্ত্রের বাসিন্দা বেঞ্জামিন লারোচিক্স (৫০), হেলি-স্কিং গাইড গ্রেগ হার্মস (৫২), হেলিকপ্টারের দুই চারক সিয়েন ম্যাকমানামি (৩৮), জাচারি রাসেল (৩৩)।

এই পাঁচজনের বাইরেও আরেক ব্যক্তি আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। বর্তমানে অংকোরেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল।

তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা সম্ভব হয়নি। জাতীয় পরিবহন বোর্ড সদস্য টম চ্যাপম্যান এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বাণিজ্যিক হেলিকপ্টারটি সাড়ে পাঁচ হাজার ফুট ওপরে ওঠার পর পাহাড়ের ৮০০-৯০০ ফুট ঢালুতে গড়িয়ে পড়ে।

যখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, তখন আবহাওয়ার পরিস্থিতি কী, তাও জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com