বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বামজোটের বিক্ষোভ

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বামজোটের বিক্ষোভ

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে চারটায় নগরে সিটি পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন, যুব ইউনিয়ন সিলেট জেলার নেতা নিরঞ্জন দাস খোকন, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের চৌধুরী সুমন,  বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার প্রায় ২ দিন অতিবাহিত হতে চললেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এঘটনায় এখন পর্যন্ত মামলাও হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন সাম্প্রদায়িক হামলা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা বলেন, এই হামলা সরকারের সাম্প্রদায়িকতা ও মৌলবাদ তোষনের ফল। আওয়ামী লীগ সরকার তার ১২ বছরের শাসন আমলে সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোষণ করে আসছে।’

বক্তারা আরও বলেন, ‘হেফাজত নেতারা দেশের সংবিধান পরিপন্থী কথা বললেও তাদের আইনের আওতায় নিয়ে আসা হয় না। রামু, নাসিরনগরসহ দেশে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা এই হামলার উষ্কানিদাতা মামুনুল হকসহ জড়িতের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com