বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

দক্ষিণ সুনামগঞ্জের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

ছায়াদ হোসেন সবুজ::

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। মহান ভাষা দিবসের দিন এলাকার হাজারো শিক্ষার্থী অস্থায়ীভাবে গড়ে তোলা শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা আন্দোলনের ৬৯ বছর পেরিয়ে গেলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ না করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

১৯৫২ সালের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এ দেশে তরুণ সমাজ। সে সব ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গড়ে তোলা হয়েছে শহীদ মিনার। আমাদের ভাষা আন্দোলনকে ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার এ গুরুত্ব আরো বেড়ে গেছে। ২১ ফেব্রুয়ারিতে এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। ভাষা আন্দোলনের ৬৯ বছর পেরিয়ে গেলেও উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো নির্মাণ করা হয়নি শহীদ মিনার।

এক তথ্যে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে মাত্র ৯টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। এ ছাড়াও ১টি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়। এবং ৭টি মাদরাসার মধ্যে হাতেগোনা কয়েকটিতে শহীদ মিনার থাকলেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অস্থায়ীভাবে চেয়ার, টেবিল, কলা গাছ, কাঠ, বাঁশ দিয়ে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করে।

মুঠোফোনে কথা হলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান বলেন, সরকারি নির্দেশনা আছে যতঠুকু পারা যায় শহীদ মিনার নির্মাণ করার জন্য৷ আমরা আস্তে আস্তে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়েই শহীদ মিনার নির্মাণ করব৷

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে স্পেশালি গতবছর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেয়া হয়েছে। এ বছর বাদবাকি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে কোন কিছু আছে কিনা এখনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে অবশ্যই শহীদ মিনার নির্মাণ করে দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com