মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী  ৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না, জানা যাবে শনিবারের মধ্যে
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শ্রীমঙ্গলে আলোয়-আলো প্রকল্পের উদ্যোগে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে আলোয়-আলো প্রকল্পের উদ্যোগে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া’র আয়োজনে চাইল্ডফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো এর সার্বিক সহযোগিতায় “আলোয়-আলো” প্রকল্পের মাধ্যমে চা-বাগান কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়। আলোয়-আলো প্রকল্প যেসকল চা-বাগান ও হাওর এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে সেসকল এলাকার প্রকল্পের উপকারভোগীদের
মাঝে উক্ত জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী বিতরণ করা হয়। আইডিয়া আলোয়-আলো প্রকল্প শ্রীমঙ্গল উপজেলার ০৭নং রাজঘাট ইউনিয়নের ০৬টি চা-বাগান এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আইডিয়া আলোয়-আলো প্রকল্প কেজুরীছড়া চা-বাগান এলাকায় ১৩৩টি, উদনাছড়া চা-বাগান এলাকায় ১৪৮টি ও বিদ্যাবিল চা-বাগান এলাকায় ৬৯টি (মোট-৩৫০টি) চা-শ্রমিক পরিবারের মাঝে
জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করে। জরুরি খাদ্য সমগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবন, আলু ও জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ঢাকনাসহ বালতি, সাবান, মগ ও মাক্স। আইডিয়া আলোয়-আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আমিনুর রহমান এর সঞ্চালনায় মহিলা সদস্য মাধবী বোনার্জী এর সভাপতিত্ত্বে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বিজয় বুনার্জী। প্রধান অতিথির বক্তব্যে বিজয় বুনার্জী বলেন, আলোয়-আলো প্রকল্প করোনাকালীন সময়ে চা-বাগান এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারকে যেভাবে
সাহায্য ও সহযোগিতা প্রদান করে আসছে তা অবশ্যই প্রসংশার দাবিদার। আলোয়-আলো প্রকল্পের এধরণের উদ্যোগ গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি দাবি জানান যেসকল চা-বাগান এলাকায় আলোয়-আলো প্রকল্পের কার্যক্রম নেই সেইসকল চা-বাগানে সম্ভব হলে উক্ত কার্যক্রম চালুকরার যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে মাধবী বোনার্জী বলেন, আইডিয়া
আলোয়-আলো প্রকল্প চা-বাগান এলাকায় শিশুদের প্রারম্ভিক বিকাশে যে কার্যক্রম গ্রহণ করেছে তা থেকে শুধু শিশুরাই উপকৃত হচ্ছে তা নয় চা-বাগান এলাকার প্রতিটি পরিবারই কোন না কোন ভাবে উপকৃত হচ্ছে। আলোয়-আলো প্রকল্পের এ কার্যক্রম চলমান থাকলে অভিভবকরা সচেতন হবে এবং শিশুদের শিক্ষাগ্রহণে আরও উদ্যোগী হবে। অন্যদিক একইদিনে উদনাছড়া চা-বাগানে অনুষ্ঠিত জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সমাগ্রী সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিশেরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আলোয়-আলো প্রকল্পটি আসলেই একটি
চমৎকার প্রকল্প এবং তাদের কার্যক্রমগুলো সময়উপযোগী। তিনি আরও বলেন, আজকের শিশু যদি আগামীর ভবিষ্যৎ হয় তাহলে আলোয়-আলো প্রকল্পটি আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে আলোয়-আলো প্রকল্পটি চা-বাগানের শ্রমিকদের শিশুদের সার্বিক বিকাশের জন্য উপযুক্ত একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় এডুকো চারটি সহযোগী সংস্থা আইডিয়া, এমসিডা, বিটিএস ও প্রচেষ্টা-এর মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় মোট ১১২০টি পরিবারকে জরুরি খাদ্য ও সাস্থ্য সুরক্ষা
সহায়তা প্রদান করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি অমর গোয়ালা, পঞ্চায়েত সভাপতি মহেশ্বর দাস, প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঁইয়া, সিরাজুল ইসলাম ও তৌহিদুর রাহমান, কমিউনিটি প্রোমোটার মুক্তা নায়েক, প্লাবন তাঁতী ও সোহেল প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com