শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সিজারিয়ানের পর নরমাল ডেলিভারি কি সম্ভব

সিজারিয়ানের পর নরমাল ডেলিভারি কি সম্ভব

মাতৃত্ব এক স্বর্গীয় অনুভূতি। স্বাভাবিক প্রসবের পর সুস্থ মায়ের কোলে সুস্থ শিশু সব পরিবারের কাম্য।

কিন্তু আপনি যদি আগেই একটি সন্তান সিজার অপারেশনে জন্ম দিয়ে থাকেন এবং আপনি আবার গর্ভবতী হন, তাহলে আপনি আবার সিজার না করেও স্বাভাবিক সন্তান প্রসব চাইতে পারেন।

অনেক মায়ের ক্ষেত্রেই সিজারের পর পর্যাপ্ত পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করে স্বাভাবিক প্রসব বেদনা ট্রায়াল দেয়া সম্ভব এবং উন্নত বিশ্বে এর সাফল্যের হার ৭০ শতাংশ।

এ পদ্ধতি (ভিবিএসি) সবার জন্য সঠিক নয়। প্রথম সিজারের উচ্চ-ঝুঁকিযুক্ত জরায়ু (সেলাইয়ের স্থান) এবং আরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আপনার স্বাভাবিক ডেলিভারি (ভিবিএসি) হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এবং পদ্ধতিটিকে অনুপযুক্ত করে তুলতে পারে।

আমাদের দেশে অল্পকিছু হাসপাতালে এ সেবা আছে, কারণ জরুরি সব কিছু ম্যানেজ করার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল নেই। আপনি যদি সিজারের পরে নরমাল ডেলিভারি করতে চান, আপনার চিকিৎসককে জানান এবং তার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

সিজারের পরে নরমাল ডেলিভারির উপকারিতা

* ভবিষ্যতের গর্ভাবস্থার ওপর প্রভাব- ভিবিএসি আপনাকে একাধিক সিজারিয়ান প্রসবের ঝুঁকি এড়াতে সহায়তা করে।

* অস্ত্রোপচার জটিলতার ঝুঁকি কম। সফল ভিবিএসি শরীরের এক বা একাধিক গভীর শিরায় (গভীর শিরা থ্রোম্বোসিস) অত্যধিক রক্তপাত, সংক্রমণ এবং রক্ত জমাট বাঁধার নিম্ন হারের সঙ্গে সম্পর্কিত। ভিবিএসি জরায়ু (হিস্টেরেক্টোমি) সার্জিক্যাল অপসারণ এবং মূত্রাশয় বা অন্ত্রের মতো পেটের অঙ্গগুলোতে আঘাতের ঝুঁকি হ্রাস করতে পারে।

* অল্প সময়েই মা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন।

আপনি কখন সিজারের পরে নরমাল ডেলিভারি করাতে পারবেন

* গর্ভে একটি শিশু (জমজ শিশু না)।

* এক বা দুটি আগে নিম্ন ট্রান্সভার্স সি-সেকশন ইতিহাস থাকে এবং ভিবিএসি প্রতিরোধ করতে পারে এমন কোনো সমস্যা নেই।

* আগে যদি একটি নরমাল ডেলিভারি হয়ে থাকে।

যাদের জন্য সিজারের পরে নরমাল ডেলিভারি নিষেধ

* আগের সিজারে জরায়ুর উল্লম্ব ছেদন।

* অজানা ধরনের জরায়ু অপারেশন এবং এটি সন্দেহ করা হয় যে এটি একটি উচ্চতর ঝুঁকির উল্লম্ব ছেদন ছিল।

* আগের প্রসবের সময় জরায়ু ফেটে যাওয়া।

* নির্দিষ্ট ধরনের জরায়ু অপারেশন-

-> ফাইব্রয়েড অপসারণ

-> দু’বারের বেশি সিজার

* প্রসবকালিন অতিরিক্ত বডি মাস ইনডেক্স থাকে।

* তিন বা তার চেয়ে বেশি সন্তান থাকলে।

সিজারের পর নরমাল ডেলিভারির সম্ভাবনা হ্রাসকারী কারণগুলোর মধ্যে রয়েছে-

* প্রলম্বিত প্রসব।

* প্রসূতির বয়স ৩৫ বছরের বেশি হলে।

* গর্ভাবস্থা যদি গত ৪০ সপ্তাহ বা তার বেশি সময় অব্যাহত থাকে

* গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি।

* প্রি এক্ল্যাম্পসিয়া।

* পূর্ববর্তী ডেলিভারি ১৮ মাসের মধ্যে।

* দুই বা ততোধিক সিজার এবং নরমাল ডেলিভারির ইতিহাস নেই।

সিজারের পর নরমাল ডেলিভারির ঝুঁকি

* জরায়ু ফেটে যাওয়া।

* শিশুর জন্য প্রাণঘাতী জটিলতা রোধ করার জন্য জরুরি সিজার এবং কোনো কোনো ক্ষেত্রে জরায়ু (হিস্টেরেক্টোমি) অপসারণ করা হয়।

কীভাবে প্রস্তুতি নেবেন

যদি আপনার আগে সিজার হয়ে থাকে এবং আপনি গর্ভবতী হন তবে আপনি প্রথম সাক্ষাতে চিকিৎসককে ভিবিএসি সম্পর্কে জানান।

আপনার পূর্ববর্তী সিজারের রেকর্ড এবং অন্য কোনো জরায়ুর অপারেশন পদ্ধতির রেকর্ডসহ আপনার সম্পূর্ণ চিকিৎসার ইতিহাস রয়েছে কিনা তা নিশ্চিত করুন।

আপনার চিকিৎসক আপনার সব ইতিহাস পর্যালোচনা করে বলতে পারবেন যে আপনার একটি সফল ভিবিএসি হবে।

এছাড়াও জরুরি সিজার হতে পারে তার জন্য মানসিক প্রস্তুতি রাখুন।

গর্ভাবস্থায় VBAC-এর ঝুঁকি এবং সুবিধা নিয়ে আলোচনা চালিয়ে যান, বিশেষত যদি কিছু ঝুঁকির কারণ দেখা দেয়।

সিজারের পর নরমাল ডেলিভারির পদ্ধতি

* এমন একটি হাসপাতাল নির্বাচন করা হয় যেখানে মা ও নবজাতক শিশুর সব চিকিৎসা আছে।

* শুরুতেই মা ও তার গর্ভে অবস্থানকারী শিশুর পূর্ণ সুস্থতা নিশ্চিত করা হয়।

* স্বাভাবিক প্রসবব্যথা শুরু হলে মা, শিশু ও প্রসব প্রক্রিয়া একসঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

* প্রয়োজন হলে ব্যথামুক্ত পদ্ধতি প্রয়োগ করা হয়।

* যে কোনো মুহূর্তে সিজারের সব প্রস্তুতি রাখা হয়।

* দক্ষ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আমরা প্রতিটি মা ও তার শিশুর শতভাগ সুস্থতা চাই।

তাই একটি সিজারের পরে নরমাল ডেলিভারি চাইলে অবশ্যই মায়ের সঠিক গর্ভকালীন চেকআপ নিশ্চিত করতে হয়।

লেখক : সহকারী অধ্যাপক, অবস্ অ্যান্ড গাইনি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমণ্ডি, ঢাকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com