শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
১৫ নভেম্বরের পর থেকে সুনামগঞ্জে রেল লাইন সম্প্রসারণের সার্ভের কাজ শুরু

১৫ নভেম্বরের পর থেকে সুনামগঞ্জে রেল লাইন সম্প্রসারণের সার্ভের কাজ শুরু

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সিলেট-ছাতক-সুনামগঞ্জ রেললাইনের ডিজাইন, ভূমি অধিগ্রহণ ও ব্যয় নির্ধারণের কাজ শুরু হবে ১৫ নভেম্বর থেকে। রেলওয়ের দায়িত্বশীলরা জানিয়েছেন, ছাতক থেকেই সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের চিন্তা করছেন তারা। সার্ভে সম্পন্ন হবার পর এই বিষয়টি চূড়ান্ত হবে।

হাওর-বাওরের জেলা সুনামগঞ্জের উপজেলা শহর ছাতক রেল যোগাযোগের আওতায় এসেছে অনেক আগে থেকেই। ওখানকার সিমেন্ট ফ্যাক্টরীসহ অন্যান্য ফ্যাক্টরী’র মালামাল রেলে বহন করা হয়। কিন্তু জেলা শহর সুনামগঞ্জসহ জেলার বেশিরভাগ উপজেলার বাসিন্দাদের সঙ্গে সারাদেশের যোগাযোগ কেবল সুনামগঞ্জ-সিলেট সড়ক দিয়েই হয়ে আসছে। এই এক সড়ক দিয়ে যাত্রীবাহী পরিবহন, মালামাল বহনকারী ট্রাক চলাচল করছে বহুকাল থেকেই। সুনামগঞ্জবাসী জেলা শহরকে রেল লাইনের আওতায় নেবার দাবি জানিয়ে আসছেন অনেক আগে থেকেই।
মানুষের দাবির প্রেক্ষিতে এবং প্রয়োজনীয়তা বিবেচনায় এনে ২০১৬ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রেল মন্ত্রণালয় সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য সরকারের নিকট প্রতিবেদন দাখিল করে।
সুনামগঞ্জ জেলার সামাজিক, প্রাকৃতিক, ভৌগোলিক বিস্তৃত ইতিহাস ও বিবরণ জানিয়ে এখানে রেললাইন সম্প্রসারণ অর্থনীতি ও জনসেবার আলোকে প্রয়োজনীয় উল্লেখ করে, রেল মন্ত্রণালয়ের প্রস্তাবনায় সুপারিশ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জ জেলা শহরকে রেল যোগাযোগের আওতায় আনার দাবি উঠেছিল ১৯৬১ সালে। সুনামগঞ্জের সবজি, পাথর ও মাছ কম খরচে রাজধানী ঢাকায় পৌঁছানো এবং একমাত্র সড়কের বিকল্প হিসাবে রেলওয়ে লাইন চালু করণের দাবি ওঠেছিল। জনগণের দাবির প্রেক্ষিতে সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা তৎকালীন সিলেট ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য রাবেয়া লেইছ ১৯৬১ সালে প্রথম ডিস্ট্রিক্ট কাউন্সিলের সভায় এই দাবি তুলেছিলেন।
২০১১ সালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস জেলা প্রশাসকের মাধ্যমে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
একই বছরের ২২ ডিসেম্বর সিলেট সার্কিট হাউসে বৃহত্তর সিলেটের সংসদ সদস্য, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় দিরাই-শাল্লার সংসদ সদস্য, আইন-বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তখনকার চেয়ারম্যান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারিত হবে, ছাতক-সুনামগঞ্জ এবং মোহনগঞ্জ-ধরমপাশা রেললাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটা হলে হাওরের মানুষের যোগাযোগ বিড়ম্বনা অনেকটাই কমে যাবে।’
ঐ সভায় রেলপথের দাবি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন, বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং মুহিবুর রহমান মানিক এমপি।
২০১৬ সালের প্রথম দিকে ছাতক থেকে সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের দাবি জানিয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’এর সদ্য অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রেল মন্ত্রণালয়ের সচিব ও ডিজিকে আধাসরকারি পত্র দিয়েছিলেন।
ড. মোহাম্মদ সাদিক তাঁর দেয়া আধাসরকারি পত্রে উল্লেখ করেছিলেন, ‘সুনামগঞ্জের একটি উপজেলা শহরে রেল যোগাযোগ চালু রয়েছে। অথচ. জেলা শহরকে রেল যোগাযোগের আওতায় আনার দাবি আমলে নেওয়াই হচ্ছে না’। তিনি ছাতক থেকে আমবাড়ী হয়ে আসা সড়কের পাশ দিয়েই রেললাইন বর্ধিত করা যায় উল্লেখ করে গণমানুষের এই দাবিকে গুরুত্ব দেবার অনুরোধ জানিয়েছিলেন।
সুনামগঞ্জে রেললাইন স্থাপন নিয়ে জাতীয় সংসদে কথা বলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ও। পরে তিনি এই বিষয়ে রেলমন্ত্রীকে ডিও লেটারও দিয়েছিলেন।
রোববার এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের অতিরিক্তি প্রধান প্রকৌশলী মহিউদ্দিন এ প্রতিবেদককে জানান, সিলেট-ছাতক-সুনামগঞ্জ রেললাইনের ডিজাইন, ভূমি অধিগ্রহণ ও ব্যয় নির্ধারণের কাজ করার জন্য গত জুলাই মাসে কনসালটেন্ট নিয়োগ হয়েছে। করোনা ও বন্যার কারণে কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্তৃক সার্ভের কাজ শুর করতে বিলম্ব হয়েছে। ১৫ নভেম্বর থেকে সার্ভের কাজ শুরু হবে। যেহেতু ছাতক পর্যন্ত রেল লাইন রয়েছে, আমাদের প্রাথমিক চিন্তা হচ্ছে ছাতক শহর থেকেই সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করার। সার্ভে সম্পন্ন হবার পরই এই বিষয়টি চূড়ান্ত করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com