শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দুর্গম পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন একই ইউনিয়নের আইরমারীচর গ্রামের মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবরি গরু আনার জন্য কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪ দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে মন্ত্রীরচরে প্রবেশ করে।

এ সময় ভারতের আসামের রাজ্যের বিএসএফ ৪১ ব্যাটালিয়নের মন্ত্রীরচর ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে পর পর ২ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ছবিল উদ্দিনের পেটে গুলি লেগে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরার পথে ছবিল মারা যায়।

এ ব্যাপারে কচাকাটা থানা পুলিশ ও বিজিবি ক্যাম্পে খবর দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি।

তবে কোনো ব্যক্তির মরদেহ স্পটে পাওয়া যায়নি। বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে। বিএসএফ পক্ষকে চিঠি দেয়া হয়েছে; কিন্তু তারা এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম, তাই প্রকৃত ঘটনা নিশ্চিত হতে সময় লাগছে।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার খবর পেয়েছেন দাবি করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com