মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত

১৫ আগস্টের পর সব ট্রেন চালুর সিদ্ধান্ত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৬৬ দিন বন্ধ থাকার পর ‘সীমিত পরিসরে’ ট্রেন চলাচল করলেও এবার আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত এসেছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শরীফুল জানান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। রেলওয়েও প্রস্তুতি নেয়া শুরু করেছে।

করোনার কারণে টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর গত ৩১ মে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছু সীমিত পরিসরে খুলে দেয় সরকার। ধীরে ধীরে সব অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, বিমান চলাচল শুরু হয়। এরমধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়। প্রথমে ৮ জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু যাত্রী সংকটে দুটি রুটের ট্রেন কিছুদিন পরই সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলাচল করছে।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনার আগে অর্থ্যাৎ স্বাভাবিক সময়ে রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে ১০২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। আর বাকি ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন এবং মালবাহী ট্রেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com