শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ঈদের আধডজন নাটকে তারিন জাহান

ঈদের আধডজন নাটকে তারিন জাহান

বিনোদন ডেস্কঃ  বিশেষ দিবসে বরাবরই কম নাটকে অভিনয় করেন তারিন জাহান। তবে এবারের ঈদ একেবারেই ভিন্ন। রোজার ঈদে কোনো কাজ করতে পারেননি। সেসময় বাছাইকৃত কিছু নাটকের গল্প ছিল। এবার আবার নতুন করে আরও কিছু নাটক যোগ হয়েছে।

সবমিলিয়ে আধডজনেরও বেশি নাটকে এবারের ঈদে অভিনয় করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে কাজ শেষ করেছেন ইমদাদুল হক মিলনের পরিচালনায় ‘সেদিন বৃষ্টি এসেছিল’, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মেঘলা মনের মেয়ে’, সোহরাব দোদুলের পরিচালনায় ‘বনভোজন’, এসএ হক অলিকের পরিচালনায় ‘কথা শুনতে হবে’, ওয়াহিদ পলাশের পরিচালনায় ‘একটি রাত’ নাটকের কাজ।

২৫ জুলাই তিনি অংশ নিয়েছেন হানিফ সংকেতের পরিচালনায় ঈদের বিশেষ নাটকের শুটিংয়ে। নাটকে তার বিপরীতে আছেন চঞ্চল চৌধুরী। ঈদ নাটকের শুটিংয়ের মধ্যেই ১৯ ও ২০ জুলাই শুটিং করেছেন জাতীয় শোক দিবসের বিশেষ কাহিনীচিত্র ‘রানার’-এর। এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘এবারের ঈদে প্রত্যেকটি নাটকেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে। আমি বিশেষত ধন্যবাদ দিতে চাই প্রত্যেক নাটকের নাট্যরচয়িতা, পরিচালক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলকে। কারণ তারা বস্তুনিষ্ঠ গল্প নিয়ে কাজ করেছেন এবং একজন অভিনেত্রী হিসেবে আমি ভিন্ন ধরনের চরিত্রগুলোতে কাজ করে আনন্দ পেয়েছি। যে কোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে আমি ভালোবাসি, কারণ অভিনয় আমার পেশা।’

আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com