বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরাতে চীন-ভারত সম্মত

সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরাতে চীন-ভারত সম্মত

অনলাইন ডেস্কঃ  সীমান্তে পরস্পরের মুখোমুখি অবস্থান করা নিজেদের সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে চীন ও ভারতীয় সেনাবাহিনী।

নয়াদিল্লির একটি সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, উত্তেজনা কমাতে দুই পক্ষই রাজি হয়েছে। সেনা সরিয়ে নেয়ার ক্ষেত্রে তারা পারস্পরিক একমত হয়েছেন।

সোমবার সীমান্তে কমান্ডারদের মধ্যে দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠকের ফল নিয়ে তথ্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেন।

৪০ চীনা সেনার হতাহত নিয়ে গণমাধ্যমের খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন ঝাও।

রোববার ভারতের একজন মন্ত্রী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই সংঘর্ষে চীন অন্তত ৪০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছিলেন।

১৫ জুনের নৃশংস লড়াইয়ে নিজেদের কত সেনা ভুক্তভোগী হয়েছে, তা প্রকাশ করেনি চীন।

পাথর ও লোহা গাঁথা কাঠের লাঠি দিয়ে দুই পক্ষের মারামারিতে ২০ ভারতীয় সেনা নিহত হন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।

গত মাস থেকে হিমালয়ের পশ্চিমাঞ্চলের লাদাখ অঞ্চলের বিভিন্ন এলাকায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সেনারা মুখোমুখি অবস্থান করছে।

তবে গালওয়ান উপত্যকায় গত সপ্তাহের প্রাণহানি ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের অংশে সোমবারের বৈঠকে ভারতীয় সূত্র জানিয়েছে, আন্তরিক, ইতিবাচক ও গঠনমূলক ছিল দুই পক্ষের আলোচনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com