বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সুলেমান কবির এর- একগুচ্ছ কবিতা

সুলেমান কবির এর- একগুচ্ছ কবিতা

(পাখিদের সংসার)
.
তোমার ঠোঁট থেকে ঝরে পড়ছে ঘাম!
ঘামের ভেতর থেকে বেরিয়ে আসছে একটি শব্দ-
ভালো নেই পাখিদের সংসার।

(সূর্য বন্দনা)
.
পাখির পালক খসে চন্দ্রময় বেদনার গান
মানুষ কর্মের গুণে তার সূর্যের সমান।

(শেফালিগো বাড়ি)
.
তোমরা হাতি বুঝো অথচ নিলে না খবর,
প্রতিদিন হাজারটা বাস ঢুকে যাচ্ছে
শেফালিগো বাড়ির ভেতর।

(মা)
.
‘মা’- আমার কাছে শালিকের অন্য নাম।
মাঝে মাঝে বঙ্গোপসাগরও ডাকি।
আমাদের বাড়িতে যে কুকুরছানাটা আছে
সে তার মাকে ‘দুধগাছ’ বলে ডাকে!
আর শারমিন আমার স্ত্রী-
মায়ের নাম দিয়েছে ধৈর্য।

(চৌখাট)
.
আমার হাত থেকে যে দিন মার্বেল
কেড়ে নিয়েছিল মেঘ।পথ খুঁজে
নিয়েছিল তার নিজস্ব ঘাট।

সেদিন থেকে পাখিগুলো হারিয়েছে সুর,
মরে গেছে নদী,ভেঙ্গে গেছে বেদনার চৌখাট।

(গোলাপের অন্য নাম পারু)
.
জন্ম থেকেই হাঁটছি।হাঁটতে আছি
বাংলাদেশে বরাবর।হাঁটতে হাঁটতে পথে
কুড়িয়ে নেই যত স্মৃতি যত গান।

আমার স্মৃতির নাম পারু,গানের নাম বাংলাদেশ।
বলতে পারো আমি গান ভালোবাসি;পারুকেও।
পারু আর বাংলাদেশ তো এক শাশ্বত গোলাপ।

গোলাপের গল্প শুনতে শুনতে
আজন্ম মাটিতে গড়াগড়ি খাই।

(করোনার গান)
.
মানুষের বেদনাই মৌলিক
শরীরের আছে আছে এক নিজস্ব ভাষা।

করোনায় প্রথম মৃত্যুর আগে পাখি যখন
এমন কিছু বলেছিলো- গোলটেবিল
বৈঠক তা অস্বীকার করতে পারেনি।
ভোলাগঞ্জি পাথরও নয়।

করোনাকালে আমি পাথরের ঠুঁটে চুমো খাই।
চুমো থেকে প্রতিউত্তর ভেসে আসে-

ওগো করোনা ভুল কর না,
আমাগো কোনো ভয় নেই।
মনে রেখো- আদম সে ঘুরে দাঁড়াবেই।

ওগো করোনা ভুল কর না,জানি বড় যে জীবন।
নিজ গুণে তাই করে নেই আপন মরণ।

(লকডাউন)
.
দেয়াশলাইয়ের কারখানা আজ বন্ধ।
তিলে চুম্বন দিলেও আর আগুন উঠে না।

ভালবাসার মাঠে আজ বসেছে বাজার।
পাখিদের ঠোঁটে আর ফুল ফুটে না।

(লকডাউন-২)
.
উড়ন্ত চুম্বনগুলো লকডাউন মানে না
ডরায় না ভিখিরি করোনায়।

(আপেল)
.
আপেল কাটতে গিয়ে আজও বটি হাতে নেই।
জানি না দাঁতের ব্যবহার।

বলতে পারো আমি এক অক্ষম পথিক
যতসব সেকেলে কারবার।

(প্রগতি)
.
শাশ্বত বেদনার বুকে লিখে যাও কিছু গান,
ধৈর্য আর প্রগতির বুকে জীবন হোক কোরবান।

সুলেমান কবির, শিক্ষক ও কবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com