শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯২৩

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় ২৬৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯২৩

অনলাইন ডেস্কঃ  
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (রবিবার) ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল শনিবার ছিল ৩৪৬ জন। মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন।
স্কাই নিউজ জানিয়েছে, গত ২৯ মার্চ মারা গিয়েছিলে ২১৪। এর পরেই আজকের সংখ্যা সবচেয়ে কম। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯২৩ জন। গতকাল শনিবার বলা হয়েছিল এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৮৯৬, শুক্রবার ৪৬৪৯ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৫৬১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৭৮ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১০, ওয়েলসে ১২ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৫ মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসাবে মোট মৃত্যুবরণ করেছেন ২০৫ জন।
এই হিসাব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারিভাবে গ্রহণযোগ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com