শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
ছোটগল্প – লকডাউন

ছোটগল্প – লকডাউন

হারান পাল

মধ্যবিত্ত পরিবারের সন্তান ধনঞ্জয়, জন্মই যেন তার আজন্ম পাপ। বাবা মা অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া করিয়েছেন কখনওই বুঝতে দেননি তারা কতটা কষ্টে দিনাতিপাত করছেন। ধনঞ্জয় গ্রাজুয়েশন শেষ করে নিজের সব থেকে প্রিয় ও মহৎ পেশা শিক্ষকতা করছে একটা প্রাইভেট স্কুলে। সে স্কুল ও টিউশনি করে যা অর্থ উপার্জন করে তা দিয়ে কোনরকমভাবে তার পরিবার চলে। তার অসুস্থ বাবার চিকৎসার খরচ ও ভাই-বোনের লেখাপড়ার খরচ চালতে প্রতি নিয়তো সে জীবন যুদ্ধে বিশ্রামহীন ভাবে লড়ে যাচ্ছে ! প্রেম সবার জীবনেই একবার আসে, তার জীবনেরও একটা রঙিন অধ্যায় রয়েছে। যে সব সময় থাকে সাহস যুগায়, অনুপ্রাণিত করে বলে তুমি ভেঙ্গে পড়ো না। দেখ একদিন সব হবে ভালো চাকুরী, বড় বাড়ি, গাড়ি সবকিছু হবে আমাদের। সারাদিন বিশ্রামহীন পরিশ্রমের শেষে ধনঞ্জয় যখন মোবাইল ফোনে সেই সদা হাস্য উজ্বল দেবীর মতো সুন্দর প্রতিমার মিষ্টি কন্ঠস্বর শুনে তখন সব কষ্ট ভুলে বিমোহিত হয় তার প্রেম আলাপনে। কৃষ্ণা পাগলের মতো ভালোবাসে ধনঞ্জয় কে! ধনঞ্জয় সারাদিন কাজের ব্যস্ততায় সময় দিতে পারে না তার লক্ষিসোনা কে তবোও কৃষ্ণা রাগ করতো না দিনে দু থেকে তিন বার খোঁজ নিলেই খুশি থাকত। ধনঞ্জয় তার কাজ ও পরিবার নিয়ে বেশি ভাবতো, কৃষ্ণা তার মনের কষ্টটা বুঝতে পারতো! সে সবসময় বলতো চিন্তা করো না প্লিজ যা করার ঠান্ডা মাথায় করো, আমি সবসময় তোমার পাশে আছি। সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু লকডাউন ধনঞ্জয়ের জীবনে অভিশাপ হয়ে দাড়ালো। লকডাউনের কারনে কর্মস্থল ছেড়ে নিজ বাড়িতে থাকতে হচ্ছে মাস দুয়েক, এমতাবস্থায় আর্থিক সংকটে পড়লো ধনঞ্জয় ও তার পরিবার। গ্রামের অনেকেই সাহায্য পায় কিন্তু ধনঞ্জয়ের পরিবার নিজের আত্ম সম্মানের ভয়ে সহায্য নেয় না। ধনঞ্জয়ের বাবা বলেন নিম্নবিত্ত শ্রেণির লোক সহায্য চায় কিন্তু আমরা তো মধ্যবিত্ত আমরা কেন অন্যের কাছে সহায্য চাইব। ধনঞ্জয়ের মা বলেন চিন্তা করিস না বাপ যা আছে তা দিয়ে আমাদের কোনরকমভাবে চলে যাবে। একজন মনীষীর ভাষায়, “অভাব যখন দরজা দিয়ে প্রবেশ করে, প্রেম তখন জানালা দিয়ে পালায়।” ধনঞ্জয়ের দুঃসময়ে তার প্রানপ্রিয় অত্যন্ত আস্তাভাজন ব্যক্তিত্ব যাকে সে সর্বদা নিজের অর্ধাঙ্গিনী করার স্বপ্ন দেখে সেই কৃষ্ণা বার বার ফোন করে কান্নাকাটি করে বলে একটা বার তুমি আস প্লিজ! তোমায় দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে প্লিজ প্লিজ জান আসো একটা বার। ধনঞ্জয় বলে সারা দেশে এখন লকডাউন চলছে কিভাবে আসবো বল, কৃষ্ণা ছিল প্রচন্ড জেদি সে তার সিদান্তে অটল রইলো। কৃষ্ণা এখন আর একবারের জন্যও তার খোঁজ নেয় না! যদিও ধনঞ্জয় নিজে থেকে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হয়। লকডাউনের কারনে দুজনার মধ্যে অনেক দুরত্ব তৈরি হয়ে যায়। বুকে চাপা কষ্ট জমে জমে পাহাড় হতে থাকে, আজকাল মধুর বদলে বিষ উগরে দেয় কৃষ্ণা। যদিও বা ফোন তুলে তো মিষ্টি কথার পরিবর্তে কেবলই ঝগড়া করতে থাকে। এভাবে কিছুদিন ঝগড়া করতে করতে এক সময় রাগ করে সব বিষ উজার করে কথার মধ্যে, কৃষ্ণা পরিস্কার বলে দেয় যে, তোমার সাথে এখন থাকার আরো কোন ইচ্ছা নাই আমার! কেন আমায় শুধু শুধুই বিরক্ত করো! তোমার মিষ্টি কথা গুলো শুনলে এখন আমার গাঁ জ্বালা করে, তোমার আর কষ্ট করে আসতে হবে না, ভালো থাক গুডবাই। তখন ধনঞ্জয় জানতে চায় তুমি কি কোনদিনও আমায় ভালোবাসেনি, না কি শুধুই ভালোবাসার অভিনয় করেছো ? কৃষ্ণা বলে আমার পরিবার কখনওই তোমার আমার সম্পর্ক মানবে না, তাই ভালো হবে সবকিছু এখানেই শেষ! আজকের পর তুমি তোমার মতো আরো আমি আমার মতো দুজনার পথ আজ থেকে ভিন্ন। তুমি প্লিজ আমায় আরো কোনদিনও বিরক্ত করো না, এই বলে কৃষ্ণা ফোন অফ করে রাখে, ধনঞ্জয়ের বুকের পাজর ভেঙে যায় সে চিৎকার করে কাঁদতে থাকে! কাঁদতে কাঁদতে একটা সময় সে নিজের মা বাবার কথা চিন্তা করে তার বুঁকে পাথর চাপা কষ্টটা লুকিয়ে রাখে। ধনঞ্জয় মনে মনে ভাবে সত্যিই তো আমি বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন কেন দেখলাম! কৃষ্ণা ছিল অনেক উচ্চবিত্ত পরিবারের এক ধনীর দুলালী, তার বাবা ছিল একজন নাম করা বিজনেসম্যান। লকডাউন ধনঞ্জয়ের জীবনের চিত্রপটকে ঘুরিয়ে দিয়েছিল। ধনঞ্জয় এখন তার ভুলের মাসুল গুনছে অশ্রুধারায়! সে অন্ধের মতো বিশ্বাস করতো আরো প্রচন্ড ভালোবাসতো কৃষ্ণা নামের সেই বিশ্বাসঘাতক, বেঈমান, স্বার্থপর ও কুচক্রী মেয়েটাকে। ধনঞ্জয় তাকে খুশি রাখার জন্য তার অনেক টালবাহানা ও জেদ হাসিমুখে মেনে নিত। কৃষ্ণা কে শুধু একটা নজর দেখার জন্য তার ওষ্ঠ রাঙা মিষ্টি ঠোটে একটা চুমো খাওয়ার জন্য, নিজের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে তার কাছে পাগলের মতো ছুটে যেতো ধনঞ্জয়। সেই কৃষ্ণা আজ আর একবারের জন্যও খোঁজ নেয় না! জানতেও চায় না সে কেমন আছে।
ধনঞ্জয় গান খুব ভালোবাসে কিন্তু তার কন্ঠ সঙ্গ দেয় না।
সে প্রায়শই মনের প্রশান্তির জন্য নিজ কন্ঠে নিজের একটা গান ধরে,

দুঃখে দুঃখে আমার জনম গেল,
সুখ বুঝি গো না হইলো।।
সুখেরও লাগিয়া পিরিতি করিয়া,
আমার দুঃখ না ঘুছিলো।। শোকের সাগরে ভাসায়ে মোরে,
বন্ধুয়া ছাড়িয়া গেলো।।
আমি কি করিবো কোথাও বা যাব,
তোমার চরন বিনে।।
তোমার কারনে মোর এই ভুবনে,
দুঃখ না খন্ডিল।।
অধম হারানে কাঁদে নিশি দিনে,
তোমার চরন আশে।।

ধনঞ্জয় নিজের বুকের ভিতরের চাপা কান্নাটা গানের কলিতে প্রকাশ করে। সে ভাবে কৃষ্ণা কেন এমন করলো, কৃষ্ণা কোনদিনও কি তাকে ভালোবাসেনি? লকডাউনের ফাঁদে পড়ে ধনঞ্জয় আজ নিঃস্ব, এক অর্থহীন মানুষকে সহানুভূতি দেখানো যায় কিন্তু ভালোবাসা যায় না। তার সাহিত্য জ্ঞান থেকে যতটুকু জেনেছে যে মধ্যযুগের কবি চন্ডিদাস বলেছিলেন,
” সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই।”
বর্তমানে অর্থ ছাড়া কিছুই হয় না, ধনঞ্জয় এখন তা খুব ভালোভাবে অনুধাবন করছে। লকডাউন তার জীবন থেকে সব সুখ, হাসি, আনন্দ সবকিছু কেড়ে নিয়েছে। এভাবে যদি লকডাউন চলতেই থাকে ধনঞ্জয় তার পরিবারের সবার মুখে হয়তো আহার তুলে দিতে পারবে না! ফলশ্রুতিতে তার পরিবার ও নিজ জীবনের অবসান ঘঠবে।।

হারান পাল- লেখক ও সংস্কৃতিকর্মী

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com