বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দক্ষিণ সুনামগঞ্জে বোরো ধান নিয়ে দুশ্চিন্তা

দক্ষিণ সুনামগঞ্জে বোরো ধান নিয়ে দুশ্চিন্তা

নোহান আরেফিন নেওয়াজঃ জমিতে ধান পাকতে শুরু করেছে। তবে দুশ্চিন্তায় ঘুম নেই  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার কৃষক আবুল কালামের। ঘুম কেড়ে নিয়েছে করোনাভাইরাস। অঘোষিত লকডাউন যত দীর্ঘায়িত হচ্ছে, ততই তার কপালে চিন্তার ভাঁজ পড়ছে। ধান কাটা এবং ঘরে তোলার মজুর বা শ্রমিক কোথায় পাবেন- এ নিয়েই তার যত চিন্তা।
আবুল কালামের মতো চিন্তিত আরও অনেক কৃষক। একদিকে নগদ টাকা সঞ্চয় না থাকা, অন্যদিকে করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হওয়ার আশঙ্কায় ধান কাটার শ্রমিক পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাশাপাশি বৈরী আবহাওয়ার আশঙ্কাও রয়েছে তাদের।
কৃষক আবুল কালাম বলেন, ‘ আট কেদার(২’শ ৪০ শতক) জমিতে বোরোর আবাদ করেছি। মনটা খুব ফুড়ফুড়ে ছিল। এবার ফলনও ভালো হয়েছে। এরই মধ্যে করোনার হানা। ধানে পাকা রং ধরেছে কিন্তু ধান কাটার শ্রমিক কোথায় পাব? ধান ঘরে তুলব কী করে? এসব চিন্তায় রাতে ঘুম হয় না।’
‘হাওরের উঠান খ্যাত’ এই উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, তাদের অনেকেই কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন পেশায় নিয়োজিত। ভিন্ন পেশা থেকে উপার্জিত অর্থের বড় অংশই ব্যয় করেন কৃষিতে। মার্চের শেষের দিক থেকে সবকিছু বন্ধ থাকায় তাদের জমানো টাকা শেষ হয়ে গেছে। ফলে ধান কাটার জন্য শ্রমিকের মজুরী নিয়ে দুশ্চিতায় রয়েছেন তারা। পরিস্থিতি খারাপ হওয়ায় এখন আর ঋণও পাচ্ছেন না। এদিকে অঘোষিত লকডাউনে যানবাহন চলাচল সীমিত থাকায় জেলার বাহির থেকে ধানকাটা শ্রমিক আসতে অনিহা প্রকাশ করছেন। ফলে মাঠের ফসল মাঠেই পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মনে। এমন অবস্থায় চোখে ঘুর অন্ধকার দেখছেন কৃষকরা।
জানা যায়, এবছর উপজেলার ৮ টি ইউনিয়নের ২২ হাজার ৩’শ ৩৯ হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মীর সাথে কথা হলে তিনি জানান, ধান কাটা এই মুহুর্তে গুরুত্বপুর্ণ বিষয়। কারণ সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পারলে খাদ্য সংকট দেখা দিবে।তাই স্থানীয় মাটিকাটা শ্রমিক, বালু পাথর উত্তোলনকারী শ্রমিকদের কাজ বন্ধ রেখে  ধান কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বাইরের জেলা থেকে ধানকাটা শ্রমিকদের আসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাইরের জেলা থেকে ধান কাটা শ্রমিকদের প্রবেশ উন্মুক্ত রাখতে প্রতিটি চেকপোস্টে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাইরের জেলা থেকে আসা শ্রমিকরা সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আবাসন কার্যক্রম চালাতে পারবেন। এবং তাদের মধ্যে কেউ স্বর্দি, জ্বর, কাশিতে ভোগলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবগত করতে বলা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com