সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
দঃ সুনামগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম পাগলা ইউপি

দঃ সুনামগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম পাগলা ইউপি

স্টাফ রিপোর্টারঃ  দক্ষিণ সুনামগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’র ফাইনাল খেলায় পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পাগলা সরকারি মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমকে ৫৭ রানে পরাজিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচে ৪৪ বলে ৯৫ রান ও দুই উইকেট নিয়ে “ম্যান অব দ্যা ম্যাচ” হয়েছেন পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম’র অলরাউন্ডার পায়েল আহমেদ।
উক্ত লীগে ৭ ম্যাচে ২৫৩ রান করে সেরা ব্যাটসম্যান হিসেবে পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম’র অলরাউন্ডার পায়েল আহমেদ, ১০ উইকেট নিয়ে সেরা বোলার জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমের সায়েফ আহমেদ ও “ম্যান অব দ্যা টুর্নামেন্ট” হিসেবে পশ্চিম পাগলা ইউনিয়ন ক্রিকেট টিম’র অলরাউন্ডার পায়েল আহমেদ নির্বাচিত হয়েছেন।

খেলায় আম্পায়ারিং’র দায়িত্বে ছিলেন, বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশন সুনামগঞ্জের তালিকাভুক্ত আম্পায়ার আলী হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুব রহমান হাবিব। খেলায় ধারাভাষ্য করেন জুনেদ আহমদ, রুমেল মিয়া ও মাছুম আহমেদ।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশন’র কোষাধ্যক্ষ আজাদ হোসেনের পরিচালনায় ও পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, কেন্দ্ররী যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা বদরুল আলম টিপু , জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমের অধিনায়ক কামরুল ইসলাম শিপন।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশন’র সভাপতি মনসুর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কিবরিয়া, যুগ্ন সম্পাদক বদরুল আলম, আজাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক জামির হোসেন, গণমাধ্যমকর্মী সামিউল কবির, খালেদ হাসান, ইয়াকুব শাহরিয়ার , এন এ নাহিদ, এন এ নেওয়াজ ও টুর্নামেন্টের সকল খেলোয়াড়বৃন্দ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com